www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বড় ইচ্ছে করে জানতে

'বড় ইচ্ছে করে জানতে'
(কবিতা)

অবসর জীবনে...এখন কবিতা লিখি,
ছাড়ায়নি সময় এখনও, বছর চারেক
ভালো বা মন্দ যাই লিখিনা কেন--
ছাড়িয়েছে সংখ্যা বহুদিন...শ-দু'য়েক !

শেষ বয়সে...এ লেখালেখির পাগলামি--
কেই বা আর সহ্য করে !
ঘরের কাজে ফাঁকি দিয়ে লিখলে--
দাঁত কিড়্-মিড়িয়ে...গিন্নি চেপে ধরে !

প্রায় প্রতিদিন....
কাজের ফাঁকে ফাঁকে ঘন্টা-দেড়েক,
রাত্রে শোয়ার আগে ঘন্টা-আধেক,
কবিতা লিখি, এইতো মোট ঘন্টা দুয়েক !

সময় সময় ভাবি...
যদি হতেম বড়লোক, দোতালা-র কবি !
যদি বাড়িতেই হোত পড়াশোনা !
যদি ছোট্ট থেকেই শুরু হোত কবিতা লেখা !
যদি না থাকত স্কুল-কলেজে পড়ার ঝামেলা !

যদি সবই আমার এমনি ধারা হোতো !
তবে, বড়ই ইচ্ছে করে জানতে দাদা....
বড়ো​ হয়ে আমি....হোতেমটা কি?
কেউকেটা ?...নাকি আল্লাদে বেহুদা !
বলুন না দয়া করে...আরাধ্য দেবতা ?
***********************
সুব্রত ভৌমিক ২৩-০৯-২০২১ কোল-৭৫
************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast