আচার
# আচার #
(কবিতা)
পাতিলেবু কিনেছি অনেক গুলো--
এক সাইজের, করে অনেক বিচার,
তা...শ-খানেক তো হবেই !
অর্ধেক তার হবে রস, বাদবাকি আচার।
কিনেছি বড় এক কাঁচের বয়াম্
ভরেছি তাতে তৈরি রস,
ছেড়েছি তাতে, আস্ত সব ঘষা লেবু
রোজই দিচ্ছি রোদে নিয়ম করে,
আচারেতে, আছে আমার হাত যশ !
নিজের রসে নিজেই মজে--
লেবু হয়ে যায় লেবুর-আচার,
তেমনি ভাবে, প্রায় সব মানুষ--
অহংকারে ডুবে পাল্টে যায় !
ভোলে, জীবনের সূক্ষ বিচার।
************************
সুব্রত ভৌমিক ০৬০৮২০২০ কোল-৭৫
************************
(কবিতা)
পাতিলেবু কিনেছি অনেক গুলো--
এক সাইজের, করে অনেক বিচার,
তা...শ-খানেক তো হবেই !
অর্ধেক তার হবে রস, বাদবাকি আচার।
কিনেছি বড় এক কাঁচের বয়াম্
ভরেছি তাতে তৈরি রস,
ছেড়েছি তাতে, আস্ত সব ঘষা লেবু
রোজই দিচ্ছি রোদে নিয়ম করে,
আচারেতে, আছে আমার হাত যশ !
নিজের রসে নিজেই মজে--
লেবু হয়ে যায় লেবুর-আচার,
তেমনি ভাবে, প্রায় সব মানুষ--
অহংকারে ডুবে পাল্টে যায় !
ভোলে, জীবনের সূক্ষ বিচার।
************************
সুব্রত ভৌমিক ০৬০৮২০২০ কোল-৭৫
************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৯/২০২১সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৯/২০২১সুন্দর লেখা।
-
মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১সুন্দর লিখেছেন শেষ স্তবক
-
সুদীপ্ত দাস ২২/০৯/২০২১বাহ্ দারুণ 😍
-
আলমগীর সরকার লিটন ২২/০৯/২০২১বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ২২/০৯/২০২১বাহ্ অসাধারণ