মন্দারমনি সৈকত
'মন্দারমনি সৈকত--২০২১'
বড্ড, বেশি বেশি চলছে ব্যবসা !
সমুদ্রকে ঘিরে...
লিখছি, মন্দারমনি সৈকতের কথা,
এসেছি সতেজ হতে, এ-সমুদ্র তীরে।
সমুদ্র পাড় ঘেঁষে গজিয়ে উঠেছে
হোটেল আর রিসর্টের জন্য--
ইচ্ছে মত কংক্রিটের জঙ্গল !
মনেহয়, মানা হয়নি কোন আইন !
বদলা নিতে সাগর !
তীর ভেঙ্গে, ধীরে ধীরে নিচ্ছে দখল।
তৈরি হচ্ছে সাগর-পাড়ের গার্ড-ওয়াল !
মানুষ নেমেছে--
অসীম সমুদ্রের সাথে, অসম যুদ্ধে,
ভুলেই গেছে, একদা হিমালয় ছিল--
বহুযুগ ধরে, অতল সমুদ্রের নীচে !
হে দয়াল, মানুষকে দাও আরো সুবুদ্ধি
যেন, ভালোবাসে মনোহর নিসর্গকে,
ক্ষতি যেন না করে আর, তোমার সৃষ্টিকে,
ভারসাম্য আসুক ফিরে...প্রকৃতি-মানুষে।
*********************************
সুব্রত ভৌমিক ১৬০৯২০২১ মন্দারমনি
**********************************
বড্ড, বেশি বেশি চলছে ব্যবসা !
সমুদ্রকে ঘিরে...
লিখছি, মন্দারমনি সৈকতের কথা,
এসেছি সতেজ হতে, এ-সমুদ্র তীরে।
সমুদ্র পাড় ঘেঁষে গজিয়ে উঠেছে
হোটেল আর রিসর্টের জন্য--
ইচ্ছে মত কংক্রিটের জঙ্গল !
মনেহয়, মানা হয়নি কোন আইন !
বদলা নিতে সাগর !
তীর ভেঙ্গে, ধীরে ধীরে নিচ্ছে দখল।
তৈরি হচ্ছে সাগর-পাড়ের গার্ড-ওয়াল !
মানুষ নেমেছে--
অসীম সমুদ্রের সাথে, অসম যুদ্ধে,
ভুলেই গেছে, একদা হিমালয় ছিল--
বহুযুগ ধরে, অতল সমুদ্রের নীচে !
হে দয়াল, মানুষকে দাও আরো সুবুদ্ধি
যেন, ভালোবাসে মনোহর নিসর্গকে,
ক্ষতি যেন না করে আর, তোমার সৃষ্টিকে,
ভারসাম্য আসুক ফিরে...প্রকৃতি-মানুষে।
*********************************
সুব্রত ভৌমিক ১৬০৯২০২১ মন্দারমনি
**********************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১৮/০৯/২০২১ভালো
-
ফয়জুল মহী ১৭/০৯/২০২১নান্দনিক লেখা।
-
অভিজিৎ হালদার ১৭/০৯/২০২১সুন্দর ভাবনার অবতারণা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৯/২০২১দারুণ!