কোলকাতার-খানা
'কোলকাতা-খানা'
বাংলার একমাত্র মেগা সিটি--
কোলকাতা, ভর্তি রেস্তোরাঁয়,
যা চাইবে খেতে, তাই মিলবে
তবে ভাত-মাছের স্টল ! শিকোয়।
এখানকার প্রায় সব লোকেরা--
কেন প্রতিদিন এত ভাজাভুজি খায়?
কেন সন্তুষ্ট নয় বাংলার--
সন্দেশ-সিঙ্গারা-রসগোল্লায় !
আছে আরো কত শত নিরামিষ
ও মাছ-মাংসের রসালো সব পদ !
ভক্ষণে আনেনা ! শারীরিক বিপদ।
কোলকাতা-ই শিখিয়েছে--
খাওয়ার সব বদ্-অভ্যাস,
'জ্যাঙ্কফুড' বাহিত রোগে এখন
উঠছে জনতার নাভিশ্বাস।
কোলকাতার বন্ধুরা আমার
মনে কিছু কোরোনা,
এ আমার মত এক গেঁয়োর ধারনা।
***********************
সুব্রত ভৌমিক ২৬-০৪-২০২১ কোল-৭৫
************************
বাংলার একমাত্র মেগা সিটি--
কোলকাতা, ভর্তি রেস্তোরাঁয়,
যা চাইবে খেতে, তাই মিলবে
তবে ভাত-মাছের স্টল ! শিকোয়।
এখানকার প্রায় সব লোকেরা--
কেন প্রতিদিন এত ভাজাভুজি খায়?
কেন সন্তুষ্ট নয় বাংলার--
সন্দেশ-সিঙ্গারা-রসগোল্লায় !
আছে আরো কত শত নিরামিষ
ও মাছ-মাংসের রসালো সব পদ !
ভক্ষণে আনেনা ! শারীরিক বিপদ।
কোলকাতা-ই শিখিয়েছে--
খাওয়ার সব বদ্-অভ্যাস,
'জ্যাঙ্কফুড' বাহিত রোগে এখন
উঠছে জনতার নাভিশ্বাস।
কোলকাতার বন্ধুরা আমার
মনে কিছু কোরোনা,
এ আমার মত এক গেঁয়োর ধারনা।
***********************
সুব্রত ভৌমিক ২৬-০৪-২০২১ কোল-৭৫
************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৪/১০/২০২১বেশ
-
আলমগীর সরকার লিটন ১২/০৯/২০২১চমৎকার