বাইশে শ্রাবণ-১৪২৮
'বাইশে শ্রাবণ-১৪২৮'
(কবিতা)
ওগো, বিশ্বকবি রবি ঠাকুর,
তোমার প্রয়াণ দিবসে, ব্যথিত মনে
সশ্রদ্ধ প্রণাম জানিয়ে জানাই বেদনা--
আছে যা চাপা, আমার মনের গহনে।
তোমায় কখনো সশরীরে দেখিনি,
তোমার সাথে একই বাতাসে--
নিঃশ্বাস নেবার সৌভাগ্যও হয়নি,
তোমার প্রয়াণ দিবসের দিন--
বেদনার জলে সিক্ত হতেও পারিনি,
কারন...তখনও ধরায় আমি আসিনি।
এসেছি তোমার মৃত্যুর অনেক পরে,
কিন্তু বিশ্বাস করো এখনও
মৃত্যুশয্যায় তোমার রোগ-জ্বালা-যন্ত্রণা--
আমি অনুভব করি অহরহ...অন্তরে !
প্রতি বছর,
এই দিনে কল্পনায় ভর করে তোমার
অন্তিম যাত্রায় হাঁটি, হয়ে শোকে মুহ্যমান,
অনুভব করি...তীব্র শোক-বিষ-জ্বালা !
বেদনায় ভারাক্রান্ত হয়ে থাকি সারাক্ষণ,
জানেন শুধু অন্তর্যামী ভগবান।
মানস চোক্ষে দেখতে পাই
চিতার লেলিহান শিখার প্রচন্ড তাপে
বাংলা তথা বিশ্বের গৌরব
অঙ্গারে পরিনত হচ্ছেন...ধাপে ধাপে।
যুগে যুগে অনেক মানুষ
বাঁচার জন্য মনের খোরাক খুঁজে পান
চিরদিন তোমার অমর-সাহিত্য থেকে,
সবার অন্তরের-অন্তঃস্থলে স্বমহিমায়
তুমি চিরকাল...ছিলে-আছ-থাকবে।
***********************
সুব্রত ভৌমিক ০৮০৮২০২১ কোল-৭৫
***********************
(কবিতা)
ওগো, বিশ্বকবি রবি ঠাকুর,
তোমার প্রয়াণ দিবসে, ব্যথিত মনে
সশ্রদ্ধ প্রণাম জানিয়ে জানাই বেদনা--
আছে যা চাপা, আমার মনের গহনে।
তোমায় কখনো সশরীরে দেখিনি,
তোমার সাথে একই বাতাসে--
নিঃশ্বাস নেবার সৌভাগ্যও হয়নি,
তোমার প্রয়াণ দিবসের দিন--
বেদনার জলে সিক্ত হতেও পারিনি,
কারন...তখনও ধরায় আমি আসিনি।
এসেছি তোমার মৃত্যুর অনেক পরে,
কিন্তু বিশ্বাস করো এখনও
মৃত্যুশয্যায় তোমার রোগ-জ্বালা-যন্ত্রণা--
আমি অনুভব করি অহরহ...অন্তরে !
প্রতি বছর,
এই দিনে কল্পনায় ভর করে তোমার
অন্তিম যাত্রায় হাঁটি, হয়ে শোকে মুহ্যমান,
অনুভব করি...তীব্র শোক-বিষ-জ্বালা !
বেদনায় ভারাক্রান্ত হয়ে থাকি সারাক্ষণ,
জানেন শুধু অন্তর্যামী ভগবান।
মানস চোক্ষে দেখতে পাই
চিতার লেলিহান শিখার প্রচন্ড তাপে
বাংলা তথা বিশ্বের গৌরব
অঙ্গারে পরিনত হচ্ছেন...ধাপে ধাপে।
যুগে যুগে অনেক মানুষ
বাঁচার জন্য মনের খোরাক খুঁজে পান
চিরদিন তোমার অমর-সাহিত্য থেকে,
সবার অন্তরের-অন্তঃস্থলে স্বমহিমায়
তুমি চিরকাল...ছিলে-আছ-থাকবে।
***********************
সুব্রত ভৌমিক ০৮০৮২০২১ কোল-৭৫
***********************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১২/০৯/২০২১বেশ বলেছেন।
-
ফয়জুল মহী ১১/০৯/২০২১অপুর্ব
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৯/২০২১বেশ!