www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখ বুঝলেই হয়না রাত্রি

'চোখ বুঝলেই হয় না রাত্রি'
(কবিতা)

দু'চোখ বন্ধ করলেই--
হয় অন্ধকার, কিন্তু আসেনা রাত্রি !
রাত্রি আসে রবির অস্তাচলে...
বয়স বাড়লেই লোকে বুড়ো হয়না !
বুড়িয়ে যায়, মনের জোর হারালে।

স্কুল-কলেজে শেখা শিক্ষার প্রয়োজন--
শেষ হয় প্রায় সবার....অবসর কালে,
শরীর অচল হতে তখনো--
অতিজনের থাকে বাকি...বছর কুড়ি,
জীবনে সৃষ্টি করার শখ না থাকলে !
একঘেয়ে জীবন হয়, দুঃখের ফুলঝুরি।

তখন শখের-নেশা যদি না থাকে !
অলস-কর্মহীন জীবনের অভিশাপে--
নিজেকে মনে হবে অবিরত অবাঞ্চিত,
নূন্যতা-বোধে, শুধুই জীবন হবে দন্ডিত।

থাকতে সময় তাই ! সেরে ফেলা জরুরি-
সুন্দর-অবসর জীবন কাটানোর ছক,
কাঁদতে কাঁদতে ধরায় আসে সবাই--
এটাই সত্যি...তবে চেষ্টা করতে হবে
হাসতে হাসতে যেন ফিরতে পারে সব।

না থাকতেই পারে কারো অতিরিক্ত গুণ !
সেখানে...বয়স বাধা নয় শেখার জন্য,
শুরু করা দরকার শখের-শেখা এক্ষুনি !
যদি করতে হয়....জীবনটাকে অনন্য।
***********************
সুব্রত ভৌমিক ০৩০৯২০২১ কোল-৭৫
***********************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ১০/০৯/২০২১
    ভালো ভাবনা
  • Good.
  • ফয়জুল মহী ১০/০৯/২০২১
    সুন্দর লেখা
    ভীষণ ভালো লাগলো
 
Quantcast