প্রজন্ম
'প্রজন্ম'
(কবিতা)
'আশীর্বাদ করুন--
ও যেন মানুষের মত মানুষ হয়'...
এই মঙ্গল ভিক্ষা শিশু-সন্তানের হয়ে--
পিতা-মাতা-পরিজন করেন হামেশাই
সর্বান্তকরণে, ঈশ্বর বা গুরুর চরণ ছুঁয়ে।
প্রশ্ন জাগে মনে...
আচ্ছা ! মানুষের বাচ্চা কি হয়ে জন্মায় ?
'মানুষ-হওয়া' বলতেই বা কি বোঝায় ?
সে কি ......
শ্রীরামকৃষ্ণ বা স্বামীবিবেকানন্দের মত হবে ?
প্রাণ দিয়ে জাতির নিঃস্বার্থ সেবা করবে ?
গ্ৰামে, ছোট্ট অনামী স্কুলের মাস্টার হবে ?
গ্ৰামীণ স্বাস্থ্য-কেন্দ্রের ডাক্তার হবে ?
সে কোন মহৎ কাজ, সারা জীবন ধরে করবে ?
আরে........না না না !
সে সব হওয়া তো বোকাদের মানায়,
তারাই তো কেউকেটা এই পোড়া দেশে--
যারা 'যেন-তেনপ্রকারেণ' প্রচুর কামায় !
'পাঁচতারা' জীবন !...ভোগে কাটায়।
পৃথিবীর প্রায় সব স্তন্যপায়ী জীবের প্রজন্ম--
তাদের ঠিকঠাক প্রতিভূ হয়ে আসে ধরায়,
আলাদা কোন ট্রেনিং নিতে হয়না তাদের...
জন্মের প্রায় সাথে সাথে, চলে মায়ের ছায়ায় !
শুধুমাত্র মানুষ...দুর্বল, অমানুষ হয়ে জন্মায়,
প্রায় বছর খানেক ধরে হাঁটতে শেখে...
তারপর !.....
শিখিয়ে-পড়িয়ে "মানুষ" করতে হয়।
স্কুল, কলেজ...সরকারি বা বেসরকারি,
তথাকথিত "মানুষ" তৈরীর কারখানা,
নিজে নিজে শিখলে ভাল...সমস্যা নেই,
না হলে, পিটিয়ে তৈরী করা হয় মগজখানা,
তৈরী হয় এক অর্থ উপার্জনের মেশিন....
ধোপদুরস্ত...শুধু লাভই বোঝে ষোলআনা !
"হাই ওয়াটে"-এ জ্বলতে অভ্যস্ত জীবন--
অবসরের পর ....
হঠাৎ হয়ে যায় পুরোপুরি় 'ফিউজ',
ফিরে দেখে তার মনেহয় তখন ...
ভালো হত ! যদি একটু অন্যভাবে--
জীবনটাকে করা যেত 'ইউজ'।
**********************
সুব্রত ভৌমিক ৭-০৯-২০২১ কোল-৭৫
***********************
(কবিতা)
'আশীর্বাদ করুন--
ও যেন মানুষের মত মানুষ হয়'...
এই মঙ্গল ভিক্ষা শিশু-সন্তানের হয়ে--
পিতা-মাতা-পরিজন করেন হামেশাই
সর্বান্তকরণে, ঈশ্বর বা গুরুর চরণ ছুঁয়ে।
প্রশ্ন জাগে মনে...
আচ্ছা ! মানুষের বাচ্চা কি হয়ে জন্মায় ?
'মানুষ-হওয়া' বলতেই বা কি বোঝায় ?
সে কি ......
শ্রীরামকৃষ্ণ বা স্বামীবিবেকানন্দের মত হবে ?
প্রাণ দিয়ে জাতির নিঃস্বার্থ সেবা করবে ?
গ্ৰামে, ছোট্ট অনামী স্কুলের মাস্টার হবে ?
গ্ৰামীণ স্বাস্থ্য-কেন্দ্রের ডাক্তার হবে ?
সে কোন মহৎ কাজ, সারা জীবন ধরে করবে ?
আরে........না না না !
সে সব হওয়া তো বোকাদের মানায়,
তারাই তো কেউকেটা এই পোড়া দেশে--
যারা 'যেন-তেনপ্রকারেণ' প্রচুর কামায় !
'পাঁচতারা' জীবন !...ভোগে কাটায়।
পৃথিবীর প্রায় সব স্তন্যপায়ী জীবের প্রজন্ম--
তাদের ঠিকঠাক প্রতিভূ হয়ে আসে ধরায়,
আলাদা কোন ট্রেনিং নিতে হয়না তাদের...
জন্মের প্রায় সাথে সাথে, চলে মায়ের ছায়ায় !
শুধুমাত্র মানুষ...দুর্বল, অমানুষ হয়ে জন্মায়,
প্রায় বছর খানেক ধরে হাঁটতে শেখে...
তারপর !.....
শিখিয়ে-পড়িয়ে "মানুষ" করতে হয়।
স্কুল, কলেজ...সরকারি বা বেসরকারি,
তথাকথিত "মানুষ" তৈরীর কারখানা,
নিজে নিজে শিখলে ভাল...সমস্যা নেই,
না হলে, পিটিয়ে তৈরী করা হয় মগজখানা,
তৈরী হয় এক অর্থ উপার্জনের মেশিন....
ধোপদুরস্ত...শুধু লাভই বোঝে ষোলআনা !
"হাই ওয়াটে"-এ জ্বলতে অভ্যস্ত জীবন--
অবসরের পর ....
হঠাৎ হয়ে যায় পুরোপুরি় 'ফিউজ',
ফিরে দেখে তার মনেহয় তখন ...
ভালো হত ! যদি একটু অন্যভাবে--
জীবনটাকে করা যেত 'ইউজ'।
**********************
সুব্রত ভৌমিক ৭-০৯-২০২১ কোল-৭৫
***********************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১১/১১/২০২১চমৎকার হে চমৎকার।
-
রবীন আফরিন ০৯/০৯/২০২১চমৎকার
-
আমিনুল ইসলাম সৈকত ০৯/০৯/২০২১চমৎকার
-
তাবেরী ০৮/০৯/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ০৭/০৯/২০২১অনিন্দ্য সুন্দর লিখেছেন ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৯/২০২১সত্যি বলেছেন ভাই।