জানা জ্ঞান পৃষ্ঠা ২
সহানুভূতির মধ্যেই লুকিয়ে সকল সৌন্দর্য। যে রূপ রুক্ষ, যে রূপের ভিতর কোনো মায়া দয়া নেই, সেই রূপ ভয়ঙ্কর সুন্দর। সহানুভূতিশীল কাজের মাধ্যমেই মানুষ চেনা যায়, রূপ এখানে তুচ্ছ। যে সৌন্দর্যে কোনো সহানুভূতি নেই, সেই সৌন্দর্য মৃত। যার রূপ নেই অথচ মানুষের প্রতি সহানুভূতি আছে, সে প্রকৃত সুন্দর।
যৌবন অল্প দিনের যাত্রী কিন্তু সময় অনন্ত। সময় যদি মহাসাগর হয়, তাহলে যৌবন একটা ঢেউ মাত্র- জন্মের সাথেই যার মৃত্যু : কালের ধাক্কায় জন্ম, আবার কালের ধাক্কায় মৃত্যু। যা ক্ষণস্থায়ী, সময়ের মতো যা চিরস্থায়ী নয়, তাকে নিয়ে অযথা অহংকার করে কি লাভ! নিতান্ত বোকারাই যৌবন নিয়ে অহংকার করে আর কালের প্রকোপে মরে।
আদর্শের পথে যে অর্থ রোজগার করা হয় না, তাকে চুরি ডাকাতি বলে। চোর ডাকাতের হাতে অর্থ থেকে কি লাভ? কারণ এই অর্থের রং কালো! সম্মানের সাথে যে বাঁচে, সে কখনো দু হাতে কালো রং মাখে না টেনেটুনে সংসার চললেও। মাথা উঁচু করে বাঁচাই তার আদর্শ।
এ যুগের কথা- অতি সাহসের গলায় দড়ি। সব ব্যাপারে বেশি সাহস যারা দেখায়, তারাই মরে সবার আগে। বুদ্ধিমান লোক সদা সচেতনতার সাথে পা ফেলে, তাই জীবন যুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকে। সদা সচেতন হয়ে পথ চলুন, অযথা সাহস দেখাবেন না।
জীবনের অপর নাম সংগ্রাম- যে জীবনে কোনো সংগ্রাম নেই, সেই জীবনের নাম মৃত্যু। সংগ্রামী মানুষই জীবনে সফল হয়; সংগ্রামী মানুষই মৃত্যু ভয়কে জয় করে। যে সময়ের সাথে সংগ্রাম করতে চায় না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
কর্ম সব থেকে বড় ধর্ম। কর্মের মাধ্যমেই মানুষ ধর্মকে জয় করতে শেখে, উল্টোটা কখনো নয়। কেউ কেউ বলেন : কর্ম থেকে কর্তব্য বড়। আমি বলি : কর্মের অপর নাম হল কর্তব্য। তাই কর্ম করে যান, কর্মের মাধ্যমে ধর্মকে জয় করুন, কর্মের মাধ্যমে কর্তব্যকে প্রতিষ্ঠা করুন আর মৃত্যুকে মহান করে যান। মহানের মৃত্যু নেই। মানুষ কর্মে মহান হয়। কর্ম করুন, কেবল কর্ম করুন। আপনার জীবিকাই আপনার শ্রেষ্ঠ কর্ম।
কলি যুগে মানুষ অজ্ঞানী। তার নেই মান, নেই হুঁশ। আমিও মানুষের দলে থাকা এক ক্লান্ত জীব। মনুষ্যত্বের সন্ধানে কলম চালাচ্ছি।
সমাপ্ত
যৌবন অল্প দিনের যাত্রী কিন্তু সময় অনন্ত। সময় যদি মহাসাগর হয়, তাহলে যৌবন একটা ঢেউ মাত্র- জন্মের সাথেই যার মৃত্যু : কালের ধাক্কায় জন্ম, আবার কালের ধাক্কায় মৃত্যু। যা ক্ষণস্থায়ী, সময়ের মতো যা চিরস্থায়ী নয়, তাকে নিয়ে অযথা অহংকার করে কি লাভ! নিতান্ত বোকারাই যৌবন নিয়ে অহংকার করে আর কালের প্রকোপে মরে।
আদর্শের পথে যে অর্থ রোজগার করা হয় না, তাকে চুরি ডাকাতি বলে। চোর ডাকাতের হাতে অর্থ থেকে কি লাভ? কারণ এই অর্থের রং কালো! সম্মানের সাথে যে বাঁচে, সে কখনো দু হাতে কালো রং মাখে না টেনেটুনে সংসার চললেও। মাথা উঁচু করে বাঁচাই তার আদর্শ।
এ যুগের কথা- অতি সাহসের গলায় দড়ি। সব ব্যাপারে বেশি সাহস যারা দেখায়, তারাই মরে সবার আগে। বুদ্ধিমান লোক সদা সচেতনতার সাথে পা ফেলে, তাই জীবন যুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকে। সদা সচেতন হয়ে পথ চলুন, অযথা সাহস দেখাবেন না।
জীবনের অপর নাম সংগ্রাম- যে জীবনে কোনো সংগ্রাম নেই, সেই জীবনের নাম মৃত্যু। সংগ্রামী মানুষই জীবনে সফল হয়; সংগ্রামী মানুষই মৃত্যু ভয়কে জয় করে। যে সময়ের সাথে সংগ্রাম করতে চায় না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
কর্ম সব থেকে বড় ধর্ম। কর্মের মাধ্যমেই মানুষ ধর্মকে জয় করতে শেখে, উল্টোটা কখনো নয়। কেউ কেউ বলেন : কর্ম থেকে কর্তব্য বড়। আমি বলি : কর্মের অপর নাম হল কর্তব্য। তাই কর্ম করে যান, কর্মের মাধ্যমে ধর্মকে জয় করুন, কর্মের মাধ্যমে কর্তব্যকে প্রতিষ্ঠা করুন আর মৃত্যুকে মহান করে যান। মহানের মৃত্যু নেই। মানুষ কর্মে মহান হয়। কর্ম করুন, কেবল কর্ম করুন। আপনার জীবিকাই আপনার শ্রেষ্ঠ কর্ম।
কলি যুগে মানুষ অজ্ঞানী। তার নেই মান, নেই হুঁশ। আমিও মানুষের দলে থাকা এক ক্লান্ত জীব। মনুষ্যত্বের সন্ধানে কলম চালাচ্ছি।
সমাপ্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।