www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কারি পাতা ও অন্যান্য

১) কারি পাতা

স্ত্রী : দক্ষিণ ভারতে সব রান্নায় কারি পাতা দেয়।
স্বামী : আমরা বেল পাতা দিয়ে পুজো করি, ওরা পুজো করে কারি পাতা দিয়ে।

২) মাথা গরম

স্বামী : আমার মাথা গরম করবে না।
স্ত্রী : চায়ের কেটলিটা তোমার মাথায় বসাই এসো।

৩) জাহির

মা : কখনো নিজেকে জাহির করবে না।
ছেলে : এতো ক্রিকেট খেলোয়াড়ের নাম বললে।

৪) ওভার

মা : সর্বদা পেটে জায়গা রেখে খাবে। ওভাররাইট করবে না ।
ছেলে : ওটা ওভারইট।

৫) কাজটা

স্যার : কাজটা ভাল ভাবে প্রোডিউস করতে হবে।
ছাত্র : স্যার, আমি কাজটা রিপ্রোডিউস করবো।

৬) নাউসেয়া

স্ত্রী : তুমি তো ব্যাঙ্কে কাজ করো, ডাক্তারবাবু তোমাকে নৌসেনা বললেন কেন?
স্বামী : ওটা নৌসেনা নয়, নাউসেয়া, অর্থাৎ বমি বমি ভাব।

৭) লুজ

ডাক্তার : রোজ ভ্যাপার নিন সাইনাস সেরে যাবে।
রোগী : আমি রোজ দিনে রাতে ভ্যাপার ছাড়ি।
ডাক্তার : তাহলে বেশি লুজ প্যান্ট পরবেন না,
লুজ মোশান হতে পারে।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast