ঘরে বাইরে
ঘরে বাইরে
কেটে যাচ্ছে সময়।
বাইরে অফিসের কাজ
আর ঘরে লেখা কবিতায়।
এর নামই জীবন-
যা মাপা না গেলেও বোঝা যায়।
নিজের সময়টুকুই সব,
বাকিটা কাকে খায়।
কাজের দিন, লেখার রাত,
বেঁচে আছি আশায় আশায়।
ঘরে বাইরে
কেটে যাচ্ছে অসময়।
কেটে যাচ্ছে সময়।
বাইরে অফিসের কাজ
আর ঘরে লেখা কবিতায়।
এর নামই জীবন-
যা মাপা না গেলেও বোঝা যায়।
নিজের সময়টুকুই সব,
বাকিটা কাকে খায়।
কাজের দিন, লেখার রাত,
বেঁচে আছি আশায় আশায়।
ঘরে বাইরে
কেটে যাচ্ছে অসময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৪/২০২৫সুন্দর
-
শ.ম. শহীদ ১৪/০৪/২০২৫দারুণ লেখা
-
ফয়জুল মহী ১৪/০৪/২০২৫চমৎকার লিখেছেন
মন ছুঁয়ে গেল।