ইজি ও অন্যান্য
১) ইজি
স্যার : এখন লেখাপড়া অনেক ইজি হয়ে গেছে।
ছাত্র : জানি, মা ইজিতে সোয়েটার কাচে।
২) দড়ি
স্বামী : দড়িটা এক দিকে আটকেছি, আরেক দিকটা কোথায় আটকাবো বুঝতে পারছি না!
স্ত্রী : ওটা ধরে দাঁড়িয়ে থাকো।
৩) সুপার
অতনু : অমল, তুই সুপার ম্যান।
অমল : অতনু, তুই সুপার হিরো।
৪) সরল ও জটিল
তিনি সরল মানুষ কিন্তু জটিল ব্যক্তিত্ব!
৫) অবস্থা
বস : আপনার অবস্থা কেমন?
কর্মচারী : যার গ্রামের বউ, তাকে যদি শহরের বউ সামলাতে দেওয়া হয়, তার যে হাল হয়, আমার এখন ঠিক সেই হাল।
৬) পার্টি
অতনু : অমল, তুই বিয়ের পর বড় করে একটা পার্টি দিস।
অমল : যদি বউ ঠিকঠাক থাকে।
স্যার : এখন লেখাপড়া অনেক ইজি হয়ে গেছে।
ছাত্র : জানি, মা ইজিতে সোয়েটার কাচে।
২) দড়ি
স্বামী : দড়িটা এক দিকে আটকেছি, আরেক দিকটা কোথায় আটকাবো বুঝতে পারছি না!
স্ত্রী : ওটা ধরে দাঁড়িয়ে থাকো।
৩) সুপার
অতনু : অমল, তুই সুপার ম্যান।
অমল : অতনু, তুই সুপার হিরো।
৪) সরল ও জটিল
তিনি সরল মানুষ কিন্তু জটিল ব্যক্তিত্ব!
৫) অবস্থা
বস : আপনার অবস্থা কেমন?
কর্মচারী : যার গ্রামের বউ, তাকে যদি শহরের বউ সামলাতে দেওয়া হয়, তার যে হাল হয়, আমার এখন ঠিক সেই হাল।
৬) পার্টি
অতনু : অমল, তুই বিয়ের পর বড় করে একটা পার্টি দিস।
অমল : যদি বউ ঠিকঠাক থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০১/০৪/২০২৫অসাধারণ।