www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গরম ও অন্যান্য

১) গরম

সেই ভদ্রলোক,
যিনি বলেন :
ইন কেস যদি না আসি,
তিনি তার ছেলেকে উষ্ণ গরম জলে রোজ স্নান করার উপদেশ দিলেন।

২) চা

দোকানদার : চায়ে আমি আদা দি, লেবু দি, লবঙ্গ দি, পুদিনা পাতা দি।

খদ্দের : দেখো, ভুল করে কখনো লঙ্কা দিও না যেন।

৩) জল

স্যার : গাড়ি পেট্রল ও ডিজেল দুটোতেই চলে।

ছাত্র : জলেও চলে।

স্যার : মারবো ধরে।

ছাত্র : জাহাজ।

৪) মশা

যে ভদ্রলোককে তার স্ত্রী বলেছিলেন :
পা তুলে বসো, কাজের মেয়ে ঘর মুছবে;
জবাবে তিনি বলেন :
পা কি মাথার ওপর তুলে বসবো?

তাকে তার স্ত্রী প্রশ্ন করল :
এই হোটেলে কি মশা আছে?
তার স্বামী বলল :
আছে, তবে তোমাকে কামড়াবে না,
আমি ওদের বলে দিয়েছি,
তোমার রক্ত তেতো।

৫) চাপাতি

ছাত্র : চাপাতি মানে বড় রুটি।

স্যার : কান চাপাটিও বোঝায়।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast