কোর্মা ও অন্যান্য
১) কোর্মা
প্রশ্ন। কোর্মা কি?
উত্তর। বার্মা থেকে আনা কোক।
২) পায়েস
দক্ষিণ ভারতে সব রান্নায় তেঁতুল দেয়।
সেদিন পায়েস-এ তেঁতুলের বীজ পেলাম।
৩) কাশি
স্যার। সর্বদা মুখে হাত দিয়ে কাশবে।
ছাত্র। মুখের ভিতর হাত দিয়ে?
৪) বুট
স্ত্রী। তোমার দুটো বুট, কোনটা পরে যাবে?
স্বামী। একটা পরে যাবো, আরেকটা গলায় ঝুলিয়ে যাবো।
৫) মেঝে
স্ত্রী। মেঝেতে উইপ করছি।
স্বামী। ওটা ওয়াইপ ।
৬) এপ্রিল
বস। গেলো ডিসেম্বর-এ জগৎ কাজে যোগ দিয়েছিলো। জানুয়ারী-তে যোগ দিয়েছিলো কবিতা।
ফেব্রুয়ারী-তে যোগ দিয়েছিলো দীনেশ। মার্চ-এ যোগ দিলো নীলা।
দীনেশ। তাহলে এপ্রিল-এ কে যোগ দেবে?
৭) আজব
প্রীতম। আমি একবার ভেসলিন ভেবে ক্র্যাক ক্রিম মুখে মেখে নিয়েছিলাম।
রূপক। আমি ডিও স্প্রে করতে গিয়ে গায়ে পি স্প্রে করে দিয়েছিলাম।
৮) সিসিটিভি
অমল বাংলা থেকে তামিল নাড়ুতে চাকরি করতে এসেছে।
ওর সহকর্মী বললো:
এখানে চারদিকে সিসিটিভি বসানো। এই সিসিটিভি গুলোর চোখ ও কান দুটোই আছে।
অমল বললো:
তারা বাংলা ভাষা বুঝবে!
৯) কঠোরভাবে নিরামিষাশী ব্যক্তি
তিনি কঠোরভাবে নিরামিষাশী ব্যক্তি- মুরগির ঝোল খান, তবে মাংসটা বাদ দিয়ে।
প্রশ্ন। কোর্মা কি?
উত্তর। বার্মা থেকে আনা কোক।
২) পায়েস
দক্ষিণ ভারতে সব রান্নায় তেঁতুল দেয়।
সেদিন পায়েস-এ তেঁতুলের বীজ পেলাম।
৩) কাশি
স্যার। সর্বদা মুখে হাত দিয়ে কাশবে।
ছাত্র। মুখের ভিতর হাত দিয়ে?
৪) বুট
স্ত্রী। তোমার দুটো বুট, কোনটা পরে যাবে?
স্বামী। একটা পরে যাবো, আরেকটা গলায় ঝুলিয়ে যাবো।
৫) মেঝে
স্ত্রী। মেঝেতে উইপ করছি।
স্বামী। ওটা ওয়াইপ ।
৬) এপ্রিল
বস। গেলো ডিসেম্বর-এ জগৎ কাজে যোগ দিয়েছিলো। জানুয়ারী-তে যোগ দিয়েছিলো কবিতা।
ফেব্রুয়ারী-তে যোগ দিয়েছিলো দীনেশ। মার্চ-এ যোগ দিলো নীলা।
দীনেশ। তাহলে এপ্রিল-এ কে যোগ দেবে?
৭) আজব
প্রীতম। আমি একবার ভেসলিন ভেবে ক্র্যাক ক্রিম মুখে মেখে নিয়েছিলাম।
রূপক। আমি ডিও স্প্রে করতে গিয়ে গায়ে পি স্প্রে করে দিয়েছিলাম।
৮) সিসিটিভি
অমল বাংলা থেকে তামিল নাড়ুতে চাকরি করতে এসেছে।
ওর সহকর্মী বললো:
এখানে চারদিকে সিসিটিভি বসানো। এই সিসিটিভি গুলোর চোখ ও কান দুটোই আছে।
অমল বললো:
তারা বাংলা ভাষা বুঝবে!
৯) কঠোরভাবে নিরামিষাশী ব্যক্তি
তিনি কঠোরভাবে নিরামিষাশী ব্যক্তি- মুরগির ঝোল খান, তবে মাংসটা বাদ দিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২০/০৩/২০২৫বেশ মজার সব