চোখ ও অন্যান্য
১) চোখ
স্ত্রী। তুমি চশমা পরে শুয়ে থাকো কেন?
স্বামী। যাতে চোখে ঠান্ডা না লাগে!
২) হাত
স্বামী। তুমি হাত দুটো কম্বলের বাইরে রাখো কেন?
স্ত্রী। হাতে তো আর নিউমোনিয়া হবে না!
৩) রান্নার লোক
স্বামী। তুমি রান্নার লোক ছাড়িয়ে দিলে কেন?
স্ত্রী। ওর রুটি গুলো সুদর্শন চক্রের মতো।
৪) ব্রাউজ
যিনি পেঙ্গুইন বলে, সবেতে স্যাঙ্গুইন, তিনি কম্পিউটারে ব্লাউজ করেন।
৫) এয়ারপোর্ট
এক ভদ্রলোককে ডাক্তার বাবু বলেছিলেন:
গারগেল করার সময় পায়ে চটি ও গলায় মাফলার থাকে?
প্রত্যুত্তরে তিনি বলেন:
আমি নেক টাই আর গামবুট পরে গারগেল করি।
তিনি বলছেন:
এয়ারপোর্টে প্রচুর ফ্লাই ওঠা নামা করে!
৬) রাবড়ি
রাস্তা কাদায় কাদা।
একজন বলল:
রাবড়ির ঝোল।
স্ত্রী। তুমি চশমা পরে শুয়ে থাকো কেন?
স্বামী। যাতে চোখে ঠান্ডা না লাগে!
২) হাত
স্বামী। তুমি হাত দুটো কম্বলের বাইরে রাখো কেন?
স্ত্রী। হাতে তো আর নিউমোনিয়া হবে না!
৩) রান্নার লোক
স্বামী। তুমি রান্নার লোক ছাড়িয়ে দিলে কেন?
স্ত্রী। ওর রুটি গুলো সুদর্শন চক্রের মতো।
৪) ব্রাউজ
যিনি পেঙ্গুইন বলে, সবেতে স্যাঙ্গুইন, তিনি কম্পিউটারে ব্লাউজ করেন।
৫) এয়ারপোর্ট
এক ভদ্রলোককে ডাক্তার বাবু বলেছিলেন:
গারগেল করার সময় পায়ে চটি ও গলায় মাফলার থাকে?
প্রত্যুত্তরে তিনি বলেন:
আমি নেক টাই আর গামবুট পরে গারগেল করি।
তিনি বলছেন:
এয়ারপোর্টে প্রচুর ফ্লাই ওঠা নামা করে!
৬) রাবড়ি
রাস্তা কাদায় কাদা।
একজন বলল:
রাবড়ির ঝোল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।