আমি হবু বিজ্ঞানী বলছি
মর্যাদা না পেলে আপনি কি শ্বশুর বাড়ির ভাত খাবেন?
দেশ অনেকটা শ্বশুর বাড়ির মতো!
রাজারানীরা সব শ্বশুর শাশুড়ী!
জামাই আদর দেন, আবার ঘর জামাই আদরও!
মর্যাদা নেই, তাই আর
দেশের মাটিতে থাকতে চাই না,
দেশের ভাত খেতে চাই না,
দেশের জলে গার্গেল করতে চাই না,
দেশের হাওয়ায় গায়ের ঘাম শুকাতে চাই না------
না, আমি কোনো সন্ত্রাসবাদী নই,
আমি একজন হবু বিজ্ঞানী!
যে দেশে গোমূত্র ক্যান্সার সারায়,
সেই দেশে না থাকাই বাঞ্চনীয়।
দেশ অনেকটা শ্বশুর বাড়ির মতো!
রাজারানীরা সব শ্বশুর শাশুড়ী!
জামাই আদর দেন, আবার ঘর জামাই আদরও!
মর্যাদা নেই, তাই আর
দেশের মাটিতে থাকতে চাই না,
দেশের ভাত খেতে চাই না,
দেশের জলে গার্গেল করতে চাই না,
দেশের হাওয়ায় গায়ের ঘাম শুকাতে চাই না------
না, আমি কোনো সন্ত্রাসবাদী নই,
আমি একজন হবু বিজ্ঞানী!
যে দেশে গোমূত্র ক্যান্সার সারায়,
সেই দেশে না থাকাই বাঞ্চনীয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০২/২০২৫
-
আলমগীর সরকার লিটন ১৬/০২/২০২৫সুন্দর পাগলামী কবি দা
অনন্য উপস্থাপন!