www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাজ ও অন্যান্য

১) কাজ

আগে খারাপ কাজ করার জন্য লোকে টাকা নিতো।
তারপর এমন যুগ এল,
ভালো কাজ করানোর জন্য লোককে টাকা দিতে হতো।
এখন লোকে হাত পেতে মাইনে নেয় প্রতি মাসে
কিন্তু নিজের বরাদ্দ কাজটুকুও করে না।

২) স্ক্রু

স্ত্রী। এই স্ক্রুটা দেওয়ালে আটকে দাও।
স্বামী। এটা কি তোমার মাথার?

৩) বেগুন

ক্রেতা। তোমার বেগুন গুলো সব ট্যাঁপা।
বিক্রেতা। কেন আপনার কি টেঁপি বেগুন চাই?

৪) ডিম

বিক্রেতা। দাদা, ডিম নিয়ে যান, খেলে নাম ভুলে যাবেন।
ক্রেতা। কার নাম, ডিমের?
বিক্রেতা। না মুরগির।

৫) সরিষা

ক্রেতা। সরিষা দিন তো।
বিক্রেতা। গুঁড়ো না সরিষার গাছ?

৬) ভেলোর

'আমার বাবার ভেলোর থেকে এনজিওপ্লাস্টি হয়েছে'।

'আমাদের পাড়ার সব কটা রাস্তার কুকুর গুলোকে
আমরা ভেলোরে নিয়ে গিয়ে এনজিওপ্লাস্টি করিয়েছি'।

৭) দাম

যুবকের থেকে বুড়োর দাম বেশি।
ডাবের দাম চল্লিশ টাকা, নারকেলের দাম সত্তর টাকা।

৮) সিটি স্ক্যান

স্ত্রী। সিটি স্ক্যান কি?
স্বামী। সিটি মারতে মারতে স্ক্যান করা!

৯) দোসা

স্ত্রী। দোসার সাথে সোমবার দেয়।
স্বামী। মঙ্গলবারও দেয় শুনেছি।

১০) চারমগজ

স্বামী। চারটে মাথা কার, ওগো তোমার!
স্ত্রী। ওটা মশলা গো।

১১) সাদা চুল

'দাদুর সব চুল যে পেকে গেল'।

'ঘরে রং হচ্ছিল। এশিয়ান পেইন্টস-এর সাদা রংটা মাথায় ঢেলে নিয়েছি।
বারো বছরের গ্যারান্টি। একটা ক্যান দশ হাজার টাকা মাত্র'।

১২) উচ্চারণ

মেশিনটা সিঙ্গেল দিচ্ছে। (ওটা সিগন্যাল হবে)
বাড়িতে ওয়ার্নিং হবে। (ওটা ওয়ারিং হবে)
পিসি পেন্সিল পায়। (ওটা পেনশন হবে)
কাজটা ফিশ হল। (ওটা ফিনিশ হবে)
গাড়িটা হরেন মারছে। (ওটা হর্ন হবে)
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast