বন্দনা চন্দনা
ওরা একই মায়ের পেটের বোন।
বাবাকে চোখে দেখেনি,
জন্মের আগেই উধাও।
ওরা যখন নিজেরা খাবার জোগাড় করতে শিখলো,
ওদের মাও ওদের ছেড়ে চলে গেল।
এটাই ওদের জীবনের নিয়ম-
তারও কোনো খোঁজ নেই।
ওরা একসাথে থাকতে চাইলো-
ওরা জীবনের নিয়ম বদলাবে।
ওরা থাকার জায়গা পেয়েও গেল-
সাথে নামও- বন্দনা আর চন্দনা।
থাকা খাওয়ার অভাব নেই,
সাথে শাসন ও আদর দুটোই।
মাছ চাইলে শাসন, দুধ খেলে আদর।
বন্দনাঃ
মানুষ সংসার করতে জানে, আমাদের মতো নয়।
চন্দনাঃ
যুগের সাথে তারাও আমাদের মতো হয়ে যাবে।
বন্দনাঃ
তখন তাদের সন্তানদের কারা আশ্রয় দেবে?
চন্দনাঃ
নিয়তি!
বাবাকে চোখে দেখেনি,
জন্মের আগেই উধাও।
ওরা যখন নিজেরা খাবার জোগাড় করতে শিখলো,
ওদের মাও ওদের ছেড়ে চলে গেল।
এটাই ওদের জীবনের নিয়ম-
তারও কোনো খোঁজ নেই।
ওরা একসাথে থাকতে চাইলো-
ওরা জীবনের নিয়ম বদলাবে।
ওরা থাকার জায়গা পেয়েও গেল-
সাথে নামও- বন্দনা আর চন্দনা।
থাকা খাওয়ার অভাব নেই,
সাথে শাসন ও আদর দুটোই।
মাছ চাইলে শাসন, দুধ খেলে আদর।
বন্দনাঃ
মানুষ সংসার করতে জানে, আমাদের মতো নয়।
চন্দনাঃ
যুগের সাথে তারাও আমাদের মতো হয়ে যাবে।
বন্দনাঃ
তখন তাদের সন্তানদের কারা আশ্রয় দেবে?
চন্দনাঃ
নিয়তি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৬/০২/২০২৫বাহ সুন্দর
-
ফয়জুল মহী ০৬/০২/২০২৫অসাধারণ উপস্থাপন। অপূর্ব প্রকাশ কবির শাণিত কলমের জয় হোক।
-
মোঃ সোহেল মাহমুদ ০৫/০২/২০২৫অসাধারণ