হাভাতে ও অন্যান্য
১) হাভাতে
স্যার। হাভাতে মানে কি?
ছাত্র। হাঁ করে ভাত খাওয়া।
২) দুটি পক্ষ
তমালের দুটো বিয়ে।
নিমাই ওকে দেখলেই গান ধরে:
'শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ'।
৩) পিডিয়াসিওর
প্রশ্ন: বিয়ের পরে মেয়েরা কেন মোটা হয়?
বহু লোক বহু উত্তর দিচ্ছে।
একজন মজা করে বললো,
'পিডিয়াসিওর খায় বলে'!
৪) রাশি ও লগ্ন
জ্যোতিষী: আপনার রাশি লগ্ন বলুন?
বাবান: আজ্ঞে, আমার ভোগান্তি রাশি আর ঝামেলা লগ্ন।
৫) ক্যারিয়ার
এখন আর কেউ 'ক্যারিয়ার' বলে না, 'কারিয়ার' বলে,
তবে ফিশ কারি না চিকেন কারি জানি না।
সেদিন নতুন একটা উচ্চারণ শুনলাম,
'ক্যারার তৈরী করছি'।
৬) বংশ
বাবার নাম বংশগোপাল,
তাই ছেলের নাম রাখা হয়েছিল বংশধর।
এবার নাতির নাম কি রাখা হবে?
লোকে মজা করে বললো: বংশের ধারা।
কবি বললেন: বংশপ্রদীপ।
৭) ওজন
বাবা: বাবাই, ওজন কমা, শরীরে বেশী ফ্যাট থাকা ভালো না।
মা: বাবাই, ওজন বাড়া, সবার সামনে হ্যা হ্যা করিস না।
বাবাই: ওজন তো একটাই, কমা বাড়া একসাথে হবে কিভাবে!
স্যার। হাভাতে মানে কি?
ছাত্র। হাঁ করে ভাত খাওয়া।
২) দুটি পক্ষ
তমালের দুটো বিয়ে।
নিমাই ওকে দেখলেই গান ধরে:
'শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একটি মাসের দুটি পক্ষ'।
৩) পিডিয়াসিওর
প্রশ্ন: বিয়ের পরে মেয়েরা কেন মোটা হয়?
বহু লোক বহু উত্তর দিচ্ছে।
একজন মজা করে বললো,
'পিডিয়াসিওর খায় বলে'!
৪) রাশি ও লগ্ন
জ্যোতিষী: আপনার রাশি লগ্ন বলুন?
বাবান: আজ্ঞে, আমার ভোগান্তি রাশি আর ঝামেলা লগ্ন।
৫) ক্যারিয়ার
এখন আর কেউ 'ক্যারিয়ার' বলে না, 'কারিয়ার' বলে,
তবে ফিশ কারি না চিকেন কারি জানি না।
সেদিন নতুন একটা উচ্চারণ শুনলাম,
'ক্যারার তৈরী করছি'।
৬) বংশ
বাবার নাম বংশগোপাল,
তাই ছেলের নাম রাখা হয়েছিল বংশধর।
এবার নাতির নাম কি রাখা হবে?
লোকে মজা করে বললো: বংশের ধারা।
কবি বললেন: বংশপ্রদীপ।
৭) ওজন
বাবা: বাবাই, ওজন কমা, শরীরে বেশী ফ্যাট থাকা ভালো না।
মা: বাবাই, ওজন বাড়া, সবার সামনে হ্যা হ্যা করিস না।
বাবাই: ওজন তো একটাই, কমা বাড়া একসাথে হবে কিভাবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০৫/০২/২০২৫খুব ভালো।