কবিতায় বিশ্বাস
শিশু ও বৃদ্ধ-
অপরকে ধরে দাঁড়ায়:
অভিভাবক অথবা লাঠি।
নিজের প্রতি কম বিশ্বাস।
যুবক-
বেপরোয়া ভাব,
জীবন নিয়ে খেলা।
নিজের প্রতি অতি বিশ্বাস।
কেউ ভাল নয়।
তাহলে ভাল কে?
মধ্য বয়সী।
সাবধানে স্বাধীন পায়ে হেঁটে চলা
ও নিজের প্রতি যুক্তি দিয়ে বিশ্বাস রাখা।
অপরকে ধরে দাঁড়ায়:
অভিভাবক অথবা লাঠি।
নিজের প্রতি কম বিশ্বাস।
যুবক-
বেপরোয়া ভাব,
জীবন নিয়ে খেলা।
নিজের প্রতি অতি বিশ্বাস।
কেউ ভাল নয়।
তাহলে ভাল কে?
মধ্য বয়সী।
সাবধানে স্বাধীন পায়ে হেঁটে চলা
ও নিজের প্রতি যুক্তি দিয়ে বিশ্বাস রাখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০৬/০২/২০২৫অসাধারণ।
-
আমি-তারেক ০২/০২/২০২৫সুন্দর শিরনাম
-
নবাব শাহজাদা ৩০/০১/২০২৫সুন্দর।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০১/২০২৫দারুণ
-
ফয়জুল মহী ২৭/০১/২০২৫সুন্দর একটা লেখা
-
কামরুজ্জামান সাদ ২৬/০১/২০২৫চমৎকার। সাবধানী পথ চলা।