এ যুগে বিশ্বাস
এ যুগে মানুষকে
বিশ্বাস করাই পাপ।
যত বিশ্বাস করবে পরকে,
লাগবে ততই তার অভিশাপ।
বলি, নিজেকে বিশ্বাস করো কেবল
আর নিজের কাজ করো মন দিয়ে।
কেউ যদি করে তোমায় বিশ্বাস,
তার বিশ্বাস কখনো দিও না হারিয়ে।
বিশ্বাস করাই পাপ।
যত বিশ্বাস করবে পরকে,
লাগবে ততই তার অভিশাপ।
বলি, নিজেকে বিশ্বাস করো কেবল
আর নিজের কাজ করো মন দিয়ে।
কেউ যদি করে তোমায় বিশ্বাস,
তার বিশ্বাস কখনো দিও না হারিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৫/০১/২০২৫সুন্দর লেখা, খুব ভালো লাগলো।
-
মোঃ সোহেল মাহমুদ ১৪/০১/২০২৫বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।