মাথা ও অন্যান্য
১) মাথা
স্বামী: মাথাটা কোথায় রাখলাম?
স্ত্রী: তোমার মাথা তো যথা স্থানে আছে!
স্বামী: টুথ ব্রাশ-এর মাথা।
২) বিমান
বি: বিয়ে
মা: মানে
ন: নজরবন্দি
কারাগার কর্মধারয়
৩) দুলালচন্দ্র ভড়ের তালমিছরি
স্ত্রী: ভগবান যেমন রাখবে, তেমন খেতে দেবো। প্রাসাদে রাখলে অন্ন ভোগ দেবো
আর মাটির বাড়িতে রাখলে বাতাসা দেবো।
স্বামী: যদি পাকা বাড়ি হয়, তাহলে দুলালচন্দ্র ভড়ের তালমিছরি দেওয়া যেতে পারে।
৪) টিকিট
সেই ভদ্রলোক, যিনি বাড়িতে অশান্তি করলে, তার স্ত্রী বলেন,
'আমি এবার বাড়ি থেকে চলে যাবো', আর জবাবে তিনি বলেন,
'যাবে কোথায়, টিকিট তো আমার কাছে',
সেই ভদ্রলোক ট্রেনে একটা ঝুড়িতে করে মুরগি নিয়ে যাচ্ছিলেন।
একটা করে স্টেশন আসছিলো আর একটা করে মুরগি নেমে যাচ্ছিলো।
সহযাত্রীরা তাকে বললেন, 'দাদা, আপনার মুরগি গুলো তো সব নেমে যাচ্ছে'।
তিনি গম্ভীর ভাবে জবাব দিলেন, 'যাবে কোথায়, টিকিট তো আমার কাছে'।
৫) উচ্চারণ
সেই ভদ্রলোক,
যিনি ইন্সপেকশন করতে এসে বলেন, 'আমি ইনফেকশন করবো',
কাজের ইম্পর্টেন্স বোঝাতে গিয়ে বলেন, 'সব কাজকে ইম্পোটেন্স দেবে',
গাড়ি সিগন্যাল-এ দাঁড়িয়ে দেখাতে গিয়ে বলেন, 'গাড়ি সিঙ্গেল-এ দাঁড়িয়ে',
বেগুনির দিকে তাকিয়ে বলেন, 'বিনুনি খাবো',
তিনি ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে বললেন,
'ডাক্তারবাবু আমাকে প্রশিক্ষণ দিয়েছেন'।
৬) সিঙ্গেল
'আমি সিঙ্গেল মাদার। স্বামী মদ খেয়ে এসে রোজ মারতো।
তারপর লিভার-এর রোগে মারা গেলো। আমি একাই কষ্ট করে মেয়ে মানুষ করেছি।
আমার মা বাবারও ডিভোর্স। মা ছেড়ে চলে গেছিলেন। কেন জানি না? আমি বাবার কাছে মানুষ'।
'এর মানে আপনার বাবা সিঙ্গেল ফাদার'!
স্বামী: মাথাটা কোথায় রাখলাম?
স্ত্রী: তোমার মাথা তো যথা স্থানে আছে!
স্বামী: টুথ ব্রাশ-এর মাথা।
২) বিমান
বি: বিয়ে
মা: মানে
ন: নজরবন্দি
কারাগার কর্মধারয়
৩) দুলালচন্দ্র ভড়ের তালমিছরি
স্ত্রী: ভগবান যেমন রাখবে, তেমন খেতে দেবো। প্রাসাদে রাখলে অন্ন ভোগ দেবো
আর মাটির বাড়িতে রাখলে বাতাসা দেবো।
স্বামী: যদি পাকা বাড়ি হয়, তাহলে দুলালচন্দ্র ভড়ের তালমিছরি দেওয়া যেতে পারে।
৪) টিকিট
সেই ভদ্রলোক, যিনি বাড়িতে অশান্তি করলে, তার স্ত্রী বলেন,
'আমি এবার বাড়ি থেকে চলে যাবো', আর জবাবে তিনি বলেন,
'যাবে কোথায়, টিকিট তো আমার কাছে',
সেই ভদ্রলোক ট্রেনে একটা ঝুড়িতে করে মুরগি নিয়ে যাচ্ছিলেন।
একটা করে স্টেশন আসছিলো আর একটা করে মুরগি নেমে যাচ্ছিলো।
সহযাত্রীরা তাকে বললেন, 'দাদা, আপনার মুরগি গুলো তো সব নেমে যাচ্ছে'।
তিনি গম্ভীর ভাবে জবাব দিলেন, 'যাবে কোথায়, টিকিট তো আমার কাছে'।
৫) উচ্চারণ
সেই ভদ্রলোক,
যিনি ইন্সপেকশন করতে এসে বলেন, 'আমি ইনফেকশন করবো',
কাজের ইম্পর্টেন্স বোঝাতে গিয়ে বলেন, 'সব কাজকে ইম্পোটেন্স দেবে',
গাড়ি সিগন্যাল-এ দাঁড়িয়ে দেখাতে গিয়ে বলেন, 'গাড়ি সিঙ্গেল-এ দাঁড়িয়ে',
বেগুনির দিকে তাকিয়ে বলেন, 'বিনুনি খাবো',
তিনি ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে বললেন,
'ডাক্তারবাবু আমাকে প্রশিক্ষণ দিয়েছেন'।
৬) সিঙ্গেল
'আমি সিঙ্গেল মাদার। স্বামী মদ খেয়ে এসে রোজ মারতো।
তারপর লিভার-এর রোগে মারা গেলো। আমি একাই কষ্ট করে মেয়ে মানুষ করেছি।
আমার মা বাবারও ডিভোর্স। মা ছেড়ে চলে গেছিলেন। কেন জানি না? আমি বাবার কাছে মানুষ'।
'এর মানে আপনার বাবা সিঙ্গেল ফাদার'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।