প্রভু যীশুর প্রতি
বড় দিনে আমার মন বড় হোক।
মনের ক্লান্তি ভুলে
আমি দেখি মানুষের হতাশা।
বড় দিনে আমার হৃদয় বড় হোক।
হৃদয়ের ব্যথা ভুলে
আমি দেখি মানুষের হাহাকার।
ছোট মন ও ছোট হৃদয়
ছোট দিন গুলোর মতো
সীমাবদ্ধ থাক বাড়ির ছোট ঘরে।
আমি বেরিয়ে এসে দেখি দিগন্ত,
যেখানে মেলে
সত্তার আকাশ ও অস্তিত্বের মাটি।
মনের ক্লান্তি ভুলে
আমি দেখি মানুষের হতাশা।
বড় দিনে আমার হৃদয় বড় হোক।
হৃদয়ের ব্যথা ভুলে
আমি দেখি মানুষের হাহাকার।
ছোট মন ও ছোট হৃদয়
ছোট দিন গুলোর মতো
সীমাবদ্ধ থাক বাড়ির ছোট ঘরে।
আমি বেরিয়ে এসে দেখি দিগন্ত,
যেখানে মেলে
সত্তার আকাশ ও অস্তিত্বের মাটি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/১২/২০২৪সুন্দর
-
শ.ম. শহীদ ২৭/১২/২০২৪চমৎকার!