একা
কে বলে,
'একা এসেছি, একা যেতে হবে'?
মা বাবা এনেছেন পৃথিবীতে------
যাওয়ার আগে রেখে যাবো
পথ চলার সাক্ষী-
সে সাক্ষী সময় ও নিয়তি:
পথ চলিনি একা------
যাওয়ার সাথে রেখে যাবো
নিজের অস্তিত্ব সন্তানের মুখে
আর নিজের সঞ্চয় সন্তানের হাতে------
হাত খালি, বস্ত্রহীন,
তবু এ আসা যাওয়ার অঙ্গ অশ্রু------
'একা এসেছি, একা যেতে হবে'?
মা বাবা এনেছেন পৃথিবীতে------
যাওয়ার আগে রেখে যাবো
পথ চলার সাক্ষী-
সে সাক্ষী সময় ও নিয়তি:
পথ চলিনি একা------
যাওয়ার সাথে রেখে যাবো
নিজের অস্তিত্ব সন্তানের মুখে
আর নিজের সঞ্চয় সন্তানের হাতে------
হাত খালি, বস্ত্রহীন,
তবু এ আসা যাওয়ার অঙ্গ অশ্রু------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/১২/২০২৪সুন্দর
-
পরিতোষ ভৌমিক ২ ১৮/১২/২০২৪ভাল একটা দর্শন , ভালো লাগলো লেখা ।
-
কামরুজ্জামান সাদ ১৭/১২/২০২৪আমরা একা নই?
-
ফয়জুল মহী ১৬/১২/২০২৪দারুণ লিখেছেন