গোরক্ষক
পেহেলু খানখান পশু চুরি করে পাচার করে।
সীতাপতিনাথ বোঝালো জনতাকে।
জনতাও বিশ্বাস করে গেল।
ময়না তদন্তে সব কিছু সামনে এলো।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে পেহেলু।
ব্যাস, সীতাপতিনাথ, হরিহর, শম্ভু সবাই বেকসুর খালাস।
আদালতের সামনে এখন হাঁটু জল- যেমন ত্রিবেণী সঙ্গমে।
সেই জলে আইন সাঁতার শিখছে প্রাণপণে।
আইন এখন ধর্মের হাতের মোয়া।
আদালত চত্বরের বাইরে তার স্থান।
কিন্তু পশুটা কোথায় গেলো?
বোধহয় বাঁচার তাগিদে পাশের চাঁদ তারার দেশে!
সীতাপতিনাথ বোঝালো জনতাকে।
জনতাও বিশ্বাস করে গেল।
ময়না তদন্তে সব কিছু সামনে এলো।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে পেহেলু।
ব্যাস, সীতাপতিনাথ, হরিহর, শম্ভু সবাই বেকসুর খালাস।
আদালতের সামনে এখন হাঁটু জল- যেমন ত্রিবেণী সঙ্গমে।
সেই জলে আইন সাঁতার শিখছে প্রাণপণে।
আইন এখন ধর্মের হাতের মোয়া।
আদালত চত্বরের বাইরে তার স্থান।
কিন্তু পশুটা কোথায় গেলো?
বোধহয় বাঁচার তাগিদে পাশের চাঁদ তারার দেশে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৭/১২/২০২৪অসাধারণ লিখনশৈলী।