পাচার
জঙ্গল থেকে পাচার হয় কাঠ,
জনপদ থেকে নারী।
সময় থেকে পাচার হয় অস্তিত্ব-
জীবনের সাথে মানবতার মারামারি।
পাচার আটকাবার উপায় কি?
কার আছে জানা?
পাচার নিয়তির অট্টহাসি,
অনধিকারপ্রবেশে নেই যে মানা।
কলি যুগে পাচারই আদর্শ-
পাচার হওয়া জীবনে কেবলই হতাশা।
তবুও বাঁচার আশায় বুক বাঁধি-
চোরাকারবারি নিয়তিকে বন্দি করুক প্রাণের আশা।
জনপদ থেকে নারী।
সময় থেকে পাচার হয় অস্তিত্ব-
জীবনের সাথে মানবতার মারামারি।
পাচার আটকাবার উপায় কি?
কার আছে জানা?
পাচার নিয়তির অট্টহাসি,
অনধিকারপ্রবেশে নেই যে মানা।
কলি যুগে পাচারই আদর্শ-
পাচার হওয়া জীবনে কেবলই হতাশা।
তবুও বাঁচার আশায় বুক বাঁধি-
চোরাকারবারি নিয়তিকে বন্দি করুক প্রাণের আশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ০৯/১২/২০২৪হুম। সুন্দর লিখেছেন।
-
আমি-তারেক ০৮/১২/২০২৪Besh vabnamoi
-
ফয়জুল মহী ০৭/১২/২০২৪চমৎকার চয়ন। মুগ্ধ হলাম পাঠে।