কুমীর ও অন্যান্য
১) কুমীর
বাবা:
কুমীর সাংঘাতিক হয়।
বাঘ যখন নদীর পাড়ে জল খেতে আসে, তাকে টেনে নিয়ে যায়।
এমন ভাবে কত বাঘকে টেনে নিয়ে গেছে।
ছেলে:
মানে বাবা তুমি বাঘ আর মা কুমীর।
২) শ্রীমতি
শ্রী শ্রী দূর্গা পূজা অথবা শ্রী শ্রী কালী পূজা।
কেন শ্রীমতি নয়!
৩) বেড়ানো
'কোথায় চললি'?
'কাশ্মীর ঘুরতে'।
'গুলি খাবি তাই'।
'তুই কোথায় চললি'?
'সুন্দরবন বেড়াতে'।
'বাঘের মুখে পড়ার শখ হয়েছে বলে'।
৪) ধর্মশালা
'ইনি কে'?
'আজ্ঞে ধর্মশালা'।
'ধর্মকে গাল দিলে'।
'না, ধর্মপত্নীর ভাইকে বোঝালাম'।
'দেখো হেঁচকি তুলতে গিয়ে তোমার কুঁচকি না উঠে যায়'।
'আমি থাই তুলে হাই তুলি, তাই আমার হেঁচকি ওঠে না'।
বাবা:
কুমীর সাংঘাতিক হয়।
বাঘ যখন নদীর পাড়ে জল খেতে আসে, তাকে টেনে নিয়ে যায়।
এমন ভাবে কত বাঘকে টেনে নিয়ে গেছে।
ছেলে:
মানে বাবা তুমি বাঘ আর মা কুমীর।
২) শ্রীমতি
শ্রী শ্রী দূর্গা পূজা অথবা শ্রী শ্রী কালী পূজা।
কেন শ্রীমতি নয়!
৩) বেড়ানো
'কোথায় চললি'?
'কাশ্মীর ঘুরতে'।
'গুলি খাবি তাই'।
'তুই কোথায় চললি'?
'সুন্দরবন বেড়াতে'।
'বাঘের মুখে পড়ার শখ হয়েছে বলে'।
৪) ধর্মশালা
'ইনি কে'?
'আজ্ঞে ধর্মশালা'।
'ধর্মকে গাল দিলে'।
'না, ধর্মপত্নীর ভাইকে বোঝালাম'।
'দেখো হেঁচকি তুলতে গিয়ে তোমার কুঁচকি না উঠে যায়'।
'আমি থাই তুলে হাই তুলি, তাই আমার হেঁচকি ওঠে না'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১২/১২/২০২৪প্রথমটা বেশ, সবগুলিই ভালো ।
-
শ.ম. শহীদ ০৬/১২/২০২৪সুন্দর। সবগুলোই ভালো হয়েছে।