ধোয়া ও অন্যান্য
১) ধোয়া
স্ত্রী। এই তোমার কত দেরি?
স্বামী। হাত মুখ ধুচ্ছি।
স্ত্রী। আধ ঘন্টা ধরে! বলি, হাত মুখ ছাড়া আর কি কি ধুচ্ছ শুনি?
২) লেডিস হোস্টেল
মা। এবার আমি লেডিজ হোস্টেল-এ চলে যাবো।
ছেলে। এই বুড়ো বয়সে কোনো হোস্টেল তোমাকে নেবে না,
বৃদ্ধাশ্রমে যাও।
৩) প্যারালেল
স্ত্রী। তোমার আর আমার ক্যারিয়ার প্যারালেলি ছুটবে।
স্বামী। কনভার্জেন্ট বা ডাইভার্জেন্টও হতে পারে।
৪) নেইলপলিশ
যে মেয়েটি বেগুনি খাবো বলতে গিয়ে বলে, 'বিনুনি খাবো',
সে নখ কাটার জন্য নেইলপলিশ চাইলো।
৫) ছবি
স্ত্রী। আমি ছাড়া তুমি অন্য কোনো মেয়ের ছবি দেখবে না।
স্বামী। কেবল ছবিই তো দেখেছি।
স্ত্রী। এই তোমার কত দেরি?
স্বামী। হাত মুখ ধুচ্ছি।
স্ত্রী। আধ ঘন্টা ধরে! বলি, হাত মুখ ছাড়া আর কি কি ধুচ্ছ শুনি?
২) লেডিস হোস্টেল
মা। এবার আমি লেডিজ হোস্টেল-এ চলে যাবো।
ছেলে। এই বুড়ো বয়সে কোনো হোস্টেল তোমাকে নেবে না,
বৃদ্ধাশ্রমে যাও।
৩) প্যারালেল
স্ত্রী। তোমার আর আমার ক্যারিয়ার প্যারালেলি ছুটবে।
স্বামী। কনভার্জেন্ট বা ডাইভার্জেন্টও হতে পারে।
৪) নেইলপলিশ
যে মেয়েটি বেগুনি খাবো বলতে গিয়ে বলে, 'বিনুনি খাবো',
সে নখ কাটার জন্য নেইলপলিশ চাইলো।
৫) ছবি
স্ত্রী। আমি ছাড়া তুমি অন্য কোনো মেয়ের ছবি দেখবে না।
স্বামী। কেবল ছবিই তো দেখেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৮/১১/২০২৪
অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।