ফায়ার
বর্ডারের কথা, ঘরেও লাগে
বুলেটপ্রুফ বালি জলে
জীবন সবার আগে
রাগটাও অনেকক্ষেত্রে বুদ্ধিনাশ বলে।
ঘরে ঘরে উপস্থিতি, বিভাজনের আগুন
বিনাশের আগে চঞ্চল প্রাণ
মরা মানুষ খুন
হারানো কথার মতো নিরুদ্দেশ মন।
লড়াই রেসের ঘোড়া
টাকা ঢালে কেউ
খুর বদলায় কারা
সিংহ ডাকে ঘেউ।
মানুষের হাতে দেশলাই
লোকের হাতের মিঠাই নয়
নিজের ভাত বেড়ে খাই
অস্তিত্ব মাড়ায় অবক্ষয়।
বুলেটপ্রুফ বালি জলে
জীবন সবার আগে
রাগটাও অনেকক্ষেত্রে বুদ্ধিনাশ বলে।
ঘরে ঘরে উপস্থিতি, বিভাজনের আগুন
বিনাশের আগে চঞ্চল প্রাণ
মরা মানুষ খুন
হারানো কথার মতো নিরুদ্দেশ মন।
লড়াই রেসের ঘোড়া
টাকা ঢালে কেউ
খুর বদলায় কারা
সিংহ ডাকে ঘেউ।
মানুষের হাতে দেশলাই
লোকের হাতের মিঠাই নয়
নিজের ভাত বেড়ে খাই
অস্তিত্ব মাড়ায় অবক্ষয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৩/১১/২০২৪অসাধারণ কাব্য শৈলীতে মুগ্ধ হলাম প্রিয় কবি।