রাগ ও অন্যান্য
১) রাগ
সেই ভদ্রমহিলা যার মুডি (moody) রাগ বলে স্বামী তাকে টম মুডি-র মানস কন্যা বলেন,
তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন, 'তোমার রাগ কেমন'?
স্বামী গম্ভীর ভাবে জবাব দিলেন, 'কখনো ইমন, কখনো ভৈরব, কখনো আশাবরী'।
২) গান
যে ভদ্রলোক কেবল বলেন, 'গাড়িটা পিছনে ব্যাক করছে',
আর স্ত্রীর থেকে জবাব পান, 'দুটো পিছন মানে তোমার সামনে',
তিনি গান ধরলেন হঠাৎ- কোন শিয়ালের স্বপ্ন নিয়ে যেন আমায়!
৩) ইজি
স্যার। এই অঙ্ক গুলো খুব ইজি।
ছাত্র। সোয়েটার কাচা যাবে।
৪) সেই দুলাল
যে দুলাল খারাপ রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময়,
গাড়িটা দুলছিল বলে গান ধরেছিল-
দোলে দোদুল দোলে ঝুলনা;
তাকে তার মা বললো, 'নিজের ওজন বাড়া, সব জায়গায় হাহা হিহি করিস না'।
দুলাল গম্ভীর ভাবে জবাব দিলো,
'বাবা বলছে ওজন কম কর, তোর ফ্যাটি লিভার, আর তুমি বলছো ওজন বাড়াতে'!
৫) ভুল ইংরেজি
ছাত্র 'কনফ্লুএন্স' শব্দটা ভুলে গেছিলো,
তার জায়গায় লিখলো 'ইনফ্লুএন্স'।
স্যার রেগে গিয়ে বললেন, 'হবে জংশন, লিখেছো ফাঙ্কশন'!
৬) হর্ন
'দাদা, হরেন মারুন'।
'আরে হরেন তো বাড়িতে আরাম করছে,
ওকে অযথা এখানে ডাকছেন কেন'!
৭) জিন্স
'লেভাইস-এর জিন্স পরেছো, তুমি তো বিশাল বড়লোক'।
'এটা বানানো প্যান্ট, যে স্ট্যাম্প বলবে পিছনে মেরে দেবে'।
'তবে তোমাদের ঘরে প্রচুর ইঁদুর, প্যান্টটা জায়গায় জায়গায় ফাটা'।
'ওগুলো মানুষের হাতেই বানানো'।
সেই ভদ্রমহিলা যার মুডি (moody) রাগ বলে স্বামী তাকে টম মুডি-র মানস কন্যা বলেন,
তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন, 'তোমার রাগ কেমন'?
স্বামী গম্ভীর ভাবে জবাব দিলেন, 'কখনো ইমন, কখনো ভৈরব, কখনো আশাবরী'।
২) গান
যে ভদ্রলোক কেবল বলেন, 'গাড়িটা পিছনে ব্যাক করছে',
আর স্ত্রীর থেকে জবাব পান, 'দুটো পিছন মানে তোমার সামনে',
তিনি গান ধরলেন হঠাৎ- কোন শিয়ালের স্বপ্ন নিয়ে যেন আমায়!
৩) ইজি
স্যার। এই অঙ্ক গুলো খুব ইজি।
ছাত্র। সোয়েটার কাচা যাবে।
৪) সেই দুলাল
যে দুলাল খারাপ রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময়,
গাড়িটা দুলছিল বলে গান ধরেছিল-
দোলে দোদুল দোলে ঝুলনা;
তাকে তার মা বললো, 'নিজের ওজন বাড়া, সব জায়গায় হাহা হিহি করিস না'।
দুলাল গম্ভীর ভাবে জবাব দিলো,
'বাবা বলছে ওজন কম কর, তোর ফ্যাটি লিভার, আর তুমি বলছো ওজন বাড়াতে'!
৫) ভুল ইংরেজি
ছাত্র 'কনফ্লুএন্স' শব্দটা ভুলে গেছিলো,
তার জায়গায় লিখলো 'ইনফ্লুএন্স'।
স্যার রেগে গিয়ে বললেন, 'হবে জংশন, লিখেছো ফাঙ্কশন'!
৬) হর্ন
'দাদা, হরেন মারুন'।
'আরে হরেন তো বাড়িতে আরাম করছে,
ওকে অযথা এখানে ডাকছেন কেন'!
৭) জিন্স
'লেভাইস-এর জিন্স পরেছো, তুমি তো বিশাল বড়লোক'।
'এটা বানানো প্যান্ট, যে স্ট্যাম্প বলবে পিছনে মেরে দেবে'।
'তবে তোমাদের ঘরে প্রচুর ইঁদুর, প্যান্টটা জায়গায় জায়গায় ফাটা'।
'ওগুলো মানুষের হাতেই বানানো'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৯/১১/২০২৪বাহ্ অতি চমৎকার