www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গামছা ও অন্যান্য

১) গামছা

স্ত্রী। তুমি গামছাটা ছাদে মেলতে দিয়েছিলে, ওটা তুলে এনেছো?
স্বামী। গামছা পরে আমি শুয়ে আছি।

২) প্যান্ট

আগেকার দিনে লোকে নাভির ওপরে প্যান্ট পরতো।
তারপর নাভির নীচে প্যান্ট পরার চল শুরু হল।
এখনকার যুগের যুবকেরা পেটের নীচে প্যান্ট পরে।

কেউ বেশ মজা করে বলেছিল,
'এর পরের যুগে হাঁটুর নীচ থেকে লোকে প্যান্ট পরবে'!

৩) গুরুত্ব

যে ভদ্রলোক ইন্সপেকশন করতে এসে বলেছিল,
'আমি ইনফেকশন করতে এসেছি',
সে কাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বললো,
'কাজে সর্বদা ইম্পোটেন্স দেবে'।

৪) মানসিক রোগের চিকিৎসক

রোগিনী। আমি স্বপ্নে বারবার আমার মৃতা মাকে দেখছি।
ভয় হয়, মা আমাকে সঙ্গে করে নিয়ে যাবে না তো।

ডাক্তার। এটা কোনো রোগই নয়। মা আপনার সাথে মজা করছেন।
যদি আপনার মৃতা শাশুড়ী আসতেন স্বপ্নে, তাহলে বিপদ নিশ্চিত ছিল।

৫) এক দোকানদারকে প্রশ্ন

যে ভদ্রমহিলা বলেন,
'আমাদের ইনজেকশন-এ ভাত হয়',
'ইনডাকশন' বলতে গিয়ে,
তিনি এক দোকানদারকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন,
'আপনি বলছেন যে আপনার দোকানে রোজ হাজার হাজার টাকার মাল বিক্রি হয়!
কই একটা বোতলও আমি দেখতে পাচ্ছি না? এমনকি আকাশপ্রদীপের একটা প্যাকেটও নেই?
কেবল জামাকাপড় আর বিছানার চাদর'!
দোকানদার জবাব দেয়, 'এ মাল সে মাল নয়'!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast