পুরনো চাল
কথায় বলে-
পুরনো চাল ভাতে বাড়ে।
যদি একটা চাল থেকে দুটো চাল হতো,
তাহলে ভাতের অভাব এই দুনিয়ায় আর থাকতো না।
অভিজ্ঞতার মূল্য নিঃসন্দেহে বেশি।
কিন্তু যতই মানুষ অভিজ্ঞ হয়,
ততই সে অনভিজ্ঞের ভাত কাড়ার
নতুন নতুন ফন্দি আঁটে।
পুরনো চাল ভাতে বাড়ে কই?
পুরনো চাল ভাতের অভাব বাড়ায়!
পুরনো চাল ভাতে বাড়ে।
যদি একটা চাল থেকে দুটো চাল হতো,
তাহলে ভাতের অভাব এই দুনিয়ায় আর থাকতো না।
অভিজ্ঞতার মূল্য নিঃসন্দেহে বেশি।
কিন্তু যতই মানুষ অভিজ্ঞ হয়,
ততই সে অনভিজ্ঞের ভাত কাড়ার
নতুন নতুন ফন্দি আঁটে।
পুরনো চাল ভাতে বাড়ে কই?
পুরনো চাল ভাতের অভাব বাড়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/১১/২০২৪সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১০/১১/২০২৪সত্যকথা বলেছেন কবি দা
-
ফয়জুল মহী ০৯/১১/২০২৪খুব সুন্দর উপস্থাপন
অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয়