কর্তব্য
গরীবের প্রতি কেউ কর্তব্য করে না,
সুতরাং গরীব কারো প্রতি কর্তব্যের কথা ভাবে না।
বড়লোক টাকা দিয়ে কর্তব্য কেনে।
যত জ্বালা মধ্যবিত্তের-
কর্তব্য করতে করতেই মরে সে।
আত্মসম্মান যার যত বেশি,
তার কর্তব্যবোধও তত বেশি।
যারা প্রতিদিন সমাজের লাথি খায়,
তাদের সম্মান নেই,
তাই আত্মসম্মানের কোনো প্রশ্নই ওঠে না।
আর যাদের প্রয়োজনের বেশি টাকা,
তারা টাকা দিয়ে সম্মান কেনে,
আত্মসম্মান বিক্রি করে।
আত্মসম্মান শেখায় কর্তব্য...
সুতরাং গরীব কারো প্রতি কর্তব্যের কথা ভাবে না।
বড়লোক টাকা দিয়ে কর্তব্য কেনে।
যত জ্বালা মধ্যবিত্তের-
কর্তব্য করতে করতেই মরে সে।
আত্মসম্মান যার যত বেশি,
তার কর্তব্যবোধও তত বেশি।
যারা প্রতিদিন সমাজের লাথি খায়,
তাদের সম্মান নেই,
তাই আত্মসম্মানের কোনো প্রশ্নই ওঠে না।
আর যাদের প্রয়োজনের বেশি টাকা,
তারা টাকা দিয়ে সম্মান কেনে,
আত্মসম্মান বিক্রি করে।
আত্মসম্মান শেখায় কর্তব্য...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৬/১১/২০২৪চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ প্রিয়