ফুল ও অন্যান্য
১) ফুল
'কি দাদা বাজারে ফুল কিনতে এসেছেন'?
'পুজোর ফুল না ফুলকপি না এপ্রিল ফুল'!
২) পা ফোলা
ডাক্তার। যদি পা ফোলে, তাহলে কিডনি-র অসুখ জানবেন।
রোগী। আমার পা দুটো দেখুন একবার।
ডাক্তার। এত মারাদোনার পা!
৩) কাশ্মীর
'কোথায় বেড়াতে যাচ্ছেন'?
'এবারে কাশ্মীরে'।
'গুলি খেয়ে মরবেন বলে'।
৪) ব্যায়াম
স্বামী। ব্যায়াম করলে সারা শরীর সচল থাকে। গায়ে গতরে ব্যথা হয় না।
স্ত্রী। কখন ব্যায়াম করবো, সারাদিন তো সংসারের কাজ করি?
স্বামী। যখন আমার সাথে মুখের ব্যায়াম করো।
৫) এপার্টমেন্ট
'আমরা ইন্দু এপয়েন্টমেন্ট-এ থাকি'।
'এপয়েন্টমেন্ট ডাক্তারের হয়, ওটা এপার্টমেন্ট'।
'কি দাদা বাজারে ফুল কিনতে এসেছেন'?
'পুজোর ফুল না ফুলকপি না এপ্রিল ফুল'!
২) পা ফোলা
ডাক্তার। যদি পা ফোলে, তাহলে কিডনি-র অসুখ জানবেন।
রোগী। আমার পা দুটো দেখুন একবার।
ডাক্তার। এত মারাদোনার পা!
৩) কাশ্মীর
'কোথায় বেড়াতে যাচ্ছেন'?
'এবারে কাশ্মীরে'।
'গুলি খেয়ে মরবেন বলে'।
৪) ব্যায়াম
স্বামী। ব্যায়াম করলে সারা শরীর সচল থাকে। গায়ে গতরে ব্যথা হয় না।
স্ত্রী। কখন ব্যায়াম করবো, সারাদিন তো সংসারের কাজ করি?
স্বামী। যখন আমার সাথে মুখের ব্যায়াম করো।
৫) এপার্টমেন্ট
'আমরা ইন্দু এপয়েন্টমেন্ট-এ থাকি'।
'এপয়েন্টমেন্ট ডাক্তারের হয়, ওটা এপার্টমেন্ট'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ০৫/১১/২০২৪সৃজনী রচনা
-
ইকরামুল শামীম ০৪/১১/২০২৪চমৎকার