চৌদ্দ শাক ও অন্যান্য
১) চৌদ্দ শাক
বিক্রেতা। দাদা, নিয়ে যান চৌদ্দ শাক।
ক্রেতা। এতে ধনেপাতা নেই তো?
২) জঙ্গি
স্যার। জঙ্গি মানে কি?
ছাত্র। যারা জঙ্গলে থাকে।
৩) বিড়ি বোমা
বিক্রেতা। এগুলো বিড়ি বোমা। কম আওয়াজ।
ক্রেতা। মুখে ধরিয়ে আগুন লাগাতে হয় নাকি?
৪) অক্টোবর
সেই স্যার, যিনি বিউটিফুল-কে 'বিছুটি ফুল' বলেন, ডেড বডি-কে বলেন, 'ডেড বুডি',
তিনি অক্টোবর মাস বলতে গিয়ে বললেন, 'অক্টোপাস মাস'।
৫) মোমবাতি
বিক্রেতা। এটা বাঘ মার্কা মোমবাতি। নিয়ে যান দারুণ আলো।
ক্রেতা। বাঘ মার্কা বলতে, বাঘের দাঁত দিয়ে তৈরী না বাঘের চামড়া দিয়ে মোড়া?
৬) গান
মাতাল ১। হারমোনিয়াম না শিখে রোজ একটা করে নতুন গান তুলে কি লাভ?
মাতাল ২। বৌকে রোজ রাতে একটা করে নতুন গান শোনাবো।
তিনশো পয়ষট্টি দিনে তিনশো পয়ষট্টিটা গান।
৭) টিকিট
স্ত্রী। এবার অশান্তি করলে আমি বাড়ি থেকে চলে যাবো।
স্বামী। যাবে কোথায়, টিকিট তো আমার কাছে!
৮) ঘোষণা বিভাগ
স্টেশন মাস্টার। তোকে ঘোষণা বিভাগে চাকরি দেবো,
তাহলে আর চুরি করতে পারবি না।
কর্মচারী। যদি ঘোষণা করি রাজধানী এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্ম-এ আসবে,
তার পরেই বলি না সাত নম্বরে আসবে, তাহলে কুলিদের কাছ থেকে কমিশন পাওয়া যাবে।
বিক্রেতা। দাদা, নিয়ে যান চৌদ্দ শাক।
ক্রেতা। এতে ধনেপাতা নেই তো?
২) জঙ্গি
স্যার। জঙ্গি মানে কি?
ছাত্র। যারা জঙ্গলে থাকে।
৩) বিড়ি বোমা
বিক্রেতা। এগুলো বিড়ি বোমা। কম আওয়াজ।
ক্রেতা। মুখে ধরিয়ে আগুন লাগাতে হয় নাকি?
৪) অক্টোবর
সেই স্যার, যিনি বিউটিফুল-কে 'বিছুটি ফুল' বলেন, ডেড বডি-কে বলেন, 'ডেড বুডি',
তিনি অক্টোবর মাস বলতে গিয়ে বললেন, 'অক্টোপাস মাস'।
৫) মোমবাতি
বিক্রেতা। এটা বাঘ মার্কা মোমবাতি। নিয়ে যান দারুণ আলো।
ক্রেতা। বাঘ মার্কা বলতে, বাঘের দাঁত দিয়ে তৈরী না বাঘের চামড়া দিয়ে মোড়া?
৬) গান
মাতাল ১। হারমোনিয়াম না শিখে রোজ একটা করে নতুন গান তুলে কি লাভ?
মাতাল ২। বৌকে রোজ রাতে একটা করে নতুন গান শোনাবো।
তিনশো পয়ষট্টি দিনে তিনশো পয়ষট্টিটা গান।
৭) টিকিট
স্ত্রী। এবার অশান্তি করলে আমি বাড়ি থেকে চলে যাবো।
স্বামী। যাবে কোথায়, টিকিট তো আমার কাছে!
৮) ঘোষণা বিভাগ
স্টেশন মাস্টার। তোকে ঘোষণা বিভাগে চাকরি দেবো,
তাহলে আর চুরি করতে পারবি না।
কর্মচারী। যদি ঘোষণা করি রাজধানী এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্ম-এ আসবে,
তার পরেই বলি না সাত নম্বরে আসবে, তাহলে কুলিদের কাছ থেকে কমিশন পাওয়া যাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৩/১১/২০২৪বেশ মজার
-
ফয়জুল মহী ৩১/১০/২০২৪চমৎকার