হেডলাইন ও অন্যান্য
১) হেডলাইন
আগে সমুদ্রের ধারে লাশ পাওয়া গেলে
খবরে হেডলাইন লেখা হতো:
সি সাইড-এ গিয়ে সুইসাইড।
এখন কি লেখা হবে?
দানা দেখার আনন্দে ডানা মেলে উড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছে।
২) নতুন সিনেমা
শকুনের মাথায় উকুন
৩) গার্গল
ডাক্তার। গার্গল করার সময় আপনার গলায় মাফলার আর পায়ে চটি থাকে তো?
রোগী। আজ্ঞে, আমি নেক টাই আর গামবুট পরে গার্গল করি।
৪) মায়ানমার
তেলেঙ্গানা যদি 'তেল গায়ে মেখে গান গানা' হয়,
তাহলে মায়ানমার হল 'ময়ম মাখিয়ে মার'।
৫) ডিসএনগেজমেন্ট
ভারত চীনের ডিসএনগেজমেন্ট চলছে।
এনগেজমেন্ট মানে তো বিয়ে, তাহলে ডিসএনগেজমেন্ট মানে কি?
৬) ঝাঁটা
কালী পুজোর আগে অলক্ষ্মী বিদায় করা হয়, তাই স্ত্রী ঝাঁটা কিনতে বেরোলো।
স্বামী: ভারত পাকিস্তানের যুদ্ধে যেটা ব্যবহার করা হয়, সেটা এনো না যেন।
স্ত্রী: ভারত চীন যে জমি ছেড়ে দিচ্ছে, তা সাফ করার জন্য আনছি।
৭) উচ্চারণ
যে ফুলস্টপ-কে 'ফুলিশ স্টপ' বলে,
সে বাস স্টপ-কে বললো, 'বাম্বো স্টপ'।
৮) গান
শিক্ষক। গলা খুলে গান গাও।
ছাত্র। জামাকাপড় খোলা যায়, গলা কিভাবে খুলবো?
আগে সমুদ্রের ধারে লাশ পাওয়া গেলে
খবরে হেডলাইন লেখা হতো:
সি সাইড-এ গিয়ে সুইসাইড।
এখন কি লেখা হবে?
দানা দেখার আনন্দে ডানা মেলে উড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছে।
২) নতুন সিনেমা
শকুনের মাথায় উকুন
৩) গার্গল
ডাক্তার। গার্গল করার সময় আপনার গলায় মাফলার আর পায়ে চটি থাকে তো?
রোগী। আজ্ঞে, আমি নেক টাই আর গামবুট পরে গার্গল করি।
৪) মায়ানমার
তেলেঙ্গানা যদি 'তেল গায়ে মেখে গান গানা' হয়,
তাহলে মায়ানমার হল 'ময়ম মাখিয়ে মার'।
৫) ডিসএনগেজমেন্ট
ভারত চীনের ডিসএনগেজমেন্ট চলছে।
এনগেজমেন্ট মানে তো বিয়ে, তাহলে ডিসএনগেজমেন্ট মানে কি?
৬) ঝাঁটা
কালী পুজোর আগে অলক্ষ্মী বিদায় করা হয়, তাই স্ত্রী ঝাঁটা কিনতে বেরোলো।
স্বামী: ভারত পাকিস্তানের যুদ্ধে যেটা ব্যবহার করা হয়, সেটা এনো না যেন।
স্ত্রী: ভারত চীন যে জমি ছেড়ে দিচ্ছে, তা সাফ করার জন্য আনছি।
৭) উচ্চারণ
যে ফুলস্টপ-কে 'ফুলিশ স্টপ' বলে,
সে বাস স্টপ-কে বললো, 'বাম্বো স্টপ'।
৮) গান
শিক্ষক। গলা খুলে গান গাও।
ছাত্র। জামাকাপড় খোলা যায়, গলা কিভাবে খুলবো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসিফ আমের চৌধুরী ২৭/১০/২০২৪ভাল |
-
আলমগীর সরকার লিটন ২৭/১০/২০২৪সুন্দর মজাই লাগলো