কলির পাপ
স্বপ্নে এলেন স্বয়ং মহাদেব।
এ যে সাধুর বেশে।
'কি তব আদেশ'?
'কলির পাপে ভরা কলিরই কাল।
কলির রোগে মরে কলিরই ঔষধ'।
'পাপ তব কিসে হে প্রভু'?
'অন্ধ সমাজ চেতনা, পতিত সংস্কৃতি, নিগৃহীত সমতা'।
'তাতেই কি এত ভয়'?
'ভয় মৃত্যু সম, জীবিত তবু হুঁশ নেই, বিসর্জিত মান'।
'কেমন পাপ তবে'?
"তিন শব্দের সমাবেশ-
বাম হাতে 'এপাং', ডান হাতে 'ওপাং' ও খালি হাতে 'ঝপাং'।"
এ যে সাধুর বেশে।
'কি তব আদেশ'?
'কলির পাপে ভরা কলিরই কাল।
কলির রোগে মরে কলিরই ঔষধ'।
'পাপ তব কিসে হে প্রভু'?
'অন্ধ সমাজ চেতনা, পতিত সংস্কৃতি, নিগৃহীত সমতা'।
'তাতেই কি এত ভয়'?
'ভয় মৃত্যু সম, জীবিত তবু হুঁশ নেই, বিসর্জিত মান'।
'কেমন পাপ তবে'?
"তিন শব্দের সমাবেশ-
বাম হাতে 'এপাং', ডান হাতে 'ওপাং' ও খালি হাতে 'ঝপাং'।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/১০/২০২৪দারুণ
-
ফয়জুল মহী ২৫/১০/২০২৪অত্যন্ত চমৎকার লেখা