হাতি ও অন্যান্য
১) হাতি
প্রশ্ন। হাতিশাল আর হাতিবাগান-এর মধ্যে পার্থক্য কি?
উত্তর। হাতিশালে হাতি থাকে আর হাতিবাগানে হাতি রোজ মর্নিং ওয়াক করে।
২) বাসের গতি
একই নম্বরের বাস পিছনে থাকলে ঘোড়ার গাড়ি চালায়, নয়তো গরুর গাড়ি চালাতেই এরা অভ্যস্ত- যাত্রীকে ঘুম থেকে তুলে, দাঁত মাজিয়ে, জলখাবার খাইয়ে, নতুন জামা পরিয়ে বাসে তুলবে।
৩) এন্টিবায়োটিক
রোগী। ডাক্তার বাবু, আমাকে এন্টিবিচুটিক দিন।
ডাক্তার। ওটা এন্টিবায়োটিক।
৪) রুটি
ঠাকুরমা। দোকানের রুটি খাই না, আমিষের এঁটো থাকে বলে।
নাতি। গঙ্গা জলে ধুয়ে খেলেই হয়।
৫) ট্রাফিক পুলিশ
'পুজোয় টেরিফিক পুলিশ-দের প্রচুর কাজ'।
'ওরা ট্রাফিক পুলিশ'।
'সদা টেরিফিক আইন মেনে চলা উচিত'।
'সত্যি টেরিফিক বটে'!
প্রশ্ন। হাতিশাল আর হাতিবাগান-এর মধ্যে পার্থক্য কি?
উত্তর। হাতিশালে হাতি থাকে আর হাতিবাগানে হাতি রোজ মর্নিং ওয়াক করে।
২) বাসের গতি
একই নম্বরের বাস পিছনে থাকলে ঘোড়ার গাড়ি চালায়, নয়তো গরুর গাড়ি চালাতেই এরা অভ্যস্ত- যাত্রীকে ঘুম থেকে তুলে, দাঁত মাজিয়ে, জলখাবার খাইয়ে, নতুন জামা পরিয়ে বাসে তুলবে।
৩) এন্টিবায়োটিক
রোগী। ডাক্তার বাবু, আমাকে এন্টিবিচুটিক দিন।
ডাক্তার। ওটা এন্টিবায়োটিক।
৪) রুটি
ঠাকুরমা। দোকানের রুটি খাই না, আমিষের এঁটো থাকে বলে।
নাতি। গঙ্গা জলে ধুয়ে খেলেই হয়।
৫) ট্রাফিক পুলিশ
'পুজোয় টেরিফিক পুলিশ-দের প্রচুর কাজ'।
'ওরা ট্রাফিক পুলিশ'।
'সদা টেরিফিক আইন মেনে চলা উচিত'।
'সত্যি টেরিফিক বটে'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৪/১১/২০২৪অসামান্য।
-
আলমগীর সরকার লিটন ২১/১০/২০২৪বেশ মজার কবি দা
-
suman ১৮/১০/২০২৪খুব মজা পেলাম...