www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাকতালীয় ও অন্যান্য

১) কাকতালীয়

স্বামী। ব্যাপারটা নিতান্তই কাকতালীয়।
স্ত্রী। কটা কাক তালি মেরেছিলো শুনি?

২) ভূমিপুত্র

স্যার। ভূমিপুত্র মানে কি?
ছাত্র। মাটি ফুঁড়ে ওঠা আপনার পুত্র।

৩) ভুল উচ্চারণ

ইন্সপেকশন করতে এসে ভদ্রলোক বললেন, 'আমি এখানে ইনফেকশন করতে এসেছি'।

কোরনেটো আইসক্রিম খেতে গিয়ে তার স্ত্রী বললেন, 'আমি কেবল কর্ণাটক আইসক্রিম খাই'।

'গুরুত্ব' শব্দের উচ্চারণ করতে গিয়ে তাদের সন্তান বললো, 'গরুত্ব দিয়ে কথা বলা উচিত'।

৪) জলখাবার

স্ত্রী। কলা গুলো একটু মোটা আনবে। তোমার মতো রোগা চেহারার কলা আনবে না।
স্বামী। তোমার মতো বেশি মোটা হলে তো ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেবে।

৫) বোকা

অজয়। বোকা কি কেবল একজনই হয়?
বিজয়। একই দেহে দুটো বোকাও পাওয়া যায়!

৬) হ্যাচিং

ছাত্র। স্যার, হ্যাচিং মানে কি?
স্যার। যেখানে ডিম ফুটে বাচ্চা হয়।
ছাত্র। তাতে কি কেবল আমাদের মতো মুরগিই বেরোয়,
না মাঝেমধ্যে আপনার মতো মোরগও বেরোয়?
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast