টেবিলের এঁটো
'টেবিলের এঁটোটা মুছে দিয়ে যা, তারপরে খাবারটা দে'।
ছেলেটার কাজই খাবার দোকানের টেবিল মোছা-
দিনে অন্তত হাজার বার ও টেবিল মোছে।
ভাবুন এই বিশ্ব দোকানের
সবথেকে বড় টেবিলটার কথা------
যেখানে সব বড়লোক খেয়ে
তাদের উচ্ছিষ্ট ভুল করে ফেলে যায়,
যা গরীবে খায়-------
ভাগ্যিস সেই ছেলেটা বড় টেবিলটার নাগাল পায় না
পরিষ্কার করবে বলে!
ছেলেটার কাজই খাবার দোকানের টেবিল মোছা-
দিনে অন্তত হাজার বার ও টেবিল মোছে।
ভাবুন এই বিশ্ব দোকানের
সবথেকে বড় টেবিলটার কথা------
যেখানে সব বড়লোক খেয়ে
তাদের উচ্ছিষ্ট ভুল করে ফেলে যায়,
যা গরীবে খায়-------
ভাগ্যিস সেই ছেলেটা বড় টেবিলটার নাগাল পায় না
পরিষ্কার করবে বলে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ৩০/১০/২০২৪
-
suman ১৮/১০/২০২৪🥰
-
কামরুজ্জামান সাদ ১৮/১০/২০২৪ভাল লেখা
-
আলমগীর সরকার লিটন ১৬/১০/২০২৪চমৎকার
-
ফয়জুল মহী ১৫/১০/২০২৪সুন্দর লেখা
ভালো লাগলো পড়ে
শুভ কামনা জানাই ।
জোটে না দুধের শর
পাশে থেকেও
কেউ বা থাকেন পর!
কারো জীবন-
জুড়েই ব্যথার ঝড়
আকাশ কারো
বিরাট বড়ো ঘর।।