জোন ও অন্যান্য
১) জোন
স্ত্রী। তুমি ইস্ট জোন-এ জরিপ করবে, আমি ওয়েস্ট জোন-এ।
স্বামী। স্বামীদের কেবল একটাই জোন- ডেঞ্জার জোন।
২) বোড়াল
'বাড়ি কোথায়'?
'সাউথ কলকাতা'।
'গড়িয়াহাট না যোধপুর পার্ক'?
'কোনোটাই না'।
'যাদবপুর না ঢাকুরিয়া'?
'কোনোটাই না'।
'তাহলে কি টালিগঞ্জ'?
'তাও না'।
'নিশ্চয় বাঁশদ্রোণী বা গাড়িয়া'?
'আজ্ঞে, বোড়াল'।
৩) দাঁত
রোগী। দাঁতে কবে এনিম্যাল উঠবে?
ডাক্তার। ওটা এনামেল, কোনো পশু নয়।
রোগী। আমি এখন রোজ দাঁতে ফ্ল্যাশ করি।
ডাক্তার। ওটা ফ্লস, ফ্ল্যাশ কমোডে করে।
৪) রিসার্চ
'আপনি কি নিয়ে রিচার্জ করেন'?
'ওটা রিসার্চ, রিচার্জ ফোনে হয়'।
৫) পেতিবেদ
যে ভদ্রলোক দোকানদারকে জিজ্ঞেস করেছিল,
'বেগুন গুলোর মুলো (অর্থাৎ মূল্য) কত'
তার বৌ হঠাৎ রেগে গিয়ে তাকে বললো,
'এখন সব মেয়েরাই পেতিবেদ করতে জানে'!
স্ত্রী। তুমি ইস্ট জোন-এ জরিপ করবে, আমি ওয়েস্ট জোন-এ।
স্বামী। স্বামীদের কেবল একটাই জোন- ডেঞ্জার জোন।
২) বোড়াল
'বাড়ি কোথায়'?
'সাউথ কলকাতা'।
'গড়িয়াহাট না যোধপুর পার্ক'?
'কোনোটাই না'।
'যাদবপুর না ঢাকুরিয়া'?
'কোনোটাই না'।
'তাহলে কি টালিগঞ্জ'?
'তাও না'।
'নিশ্চয় বাঁশদ্রোণী বা গাড়িয়া'?
'আজ্ঞে, বোড়াল'।
৩) দাঁত
রোগী। দাঁতে কবে এনিম্যাল উঠবে?
ডাক্তার। ওটা এনামেল, কোনো পশু নয়।
রোগী। আমি এখন রোজ দাঁতে ফ্ল্যাশ করি।
ডাক্তার। ওটা ফ্লস, ফ্ল্যাশ কমোডে করে।
৪) রিসার্চ
'আপনি কি নিয়ে রিচার্জ করেন'?
'ওটা রিসার্চ, রিচার্জ ফোনে হয়'।
৫) পেতিবেদ
যে ভদ্রলোক দোকানদারকে জিজ্ঞেস করেছিল,
'বেগুন গুলোর মুলো (অর্থাৎ মূল্য) কত'
তার বৌ হঠাৎ রেগে গিয়ে তাকে বললো,
'এখন সব মেয়েরাই পেতিবেদ করতে জানে'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৬/১০/২০২৪বাহ!
-
আলমগীর সরকার লিটন ০৬/১০/২০২৪বেশ মজা পেলাম