প্রতিশোধ ও অন্যান্য
১) প্রতিশোধ
শুভ। কুকুর যদি তোমাকে কামড়ায়, তাহলে তুমি কি কুকুরকে কামড়াবে!
তপন। কুকুরকে মেরে তাড়াবো।
প্রীতম। তপনের এমন স্বভাব যে ওকে যদি মশা কামড়ায়,
ও মশার গায়ে এক কামড় বসিয়ে দেবে !
২) অতি
অতি চালাকের গলায় দড়ি।
অতি বোকার পিছনে বাঁশ।
৩) আঠার ঘন্টা
স্যার। দিনে আঠার ঘন্টা পড়তে হবে।
ছাত্র। স্যার, আপনি ঘন্টার হিসাব জানেন!
৪) মিসইউজ
যে কনফিউজ হয়ে রিফিউজ করে প্রফিউজলি ঘামছিল;
সে এখন মিসইউজ করে ডিফিউজ হয়ে এমিউজডলি হাসছে!
৫) কথা
স্ত্রী। এমন ভাবে কথা বলো যাতে সাপ মরে অথচ লাঠি ভাঙে না।
স্বামী। আমি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিই।
৬) মৃত্যু
স্ত্রী। তোমার দাদুর হাতে আমার দাদু খুন হয়েছিল।
স্বামী। তুমি কি তার শোধ তুলতে আমার কাছে এসেছো?
শুভ। কুকুর যদি তোমাকে কামড়ায়, তাহলে তুমি কি কুকুরকে কামড়াবে!
তপন। কুকুরকে মেরে তাড়াবো।
প্রীতম। তপনের এমন স্বভাব যে ওকে যদি মশা কামড়ায়,
ও মশার গায়ে এক কামড় বসিয়ে দেবে !
২) অতি
অতি চালাকের গলায় দড়ি।
অতি বোকার পিছনে বাঁশ।
৩) আঠার ঘন্টা
স্যার। দিনে আঠার ঘন্টা পড়তে হবে।
ছাত্র। স্যার, আপনি ঘন্টার হিসাব জানেন!
৪) মিসইউজ
যে কনফিউজ হয়ে রিফিউজ করে প্রফিউজলি ঘামছিল;
সে এখন মিসইউজ করে ডিফিউজ হয়ে এমিউজডলি হাসছে!
৫) কথা
স্ত্রী। এমন ভাবে কথা বলো যাতে সাপ মরে অথচ লাঠি ভাঙে না।
স্বামী। আমি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিই।
৬) মৃত্যু
স্ত্রী। তোমার দাদুর হাতে আমার দাদু খুন হয়েছিল।
স্বামী। তুমি কি তার শোধ তুলতে আমার কাছে এসেছো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।