মহেশ
বড় গ্রামটা এখন মহেশ।
দাড়ি বুড়ো জমিদার।
গফুর গ্রামবাসীর কায়া
আর আমিনা তার ছায়া।
এখানে গফুর কখনোই মহেশকে মারবে না।
মহেশকে মারতে বসেছেন জমিদার।
আমিনা তার প্রত্যক্ষদর্শী।
শরৎ বাবু তাহলে কে?
অরাজকতার ভিড়ে বেঁচে থাকা এক চিলতে গণতন্ত্র!
দাড়ি বুড়ো জমিদার।
গফুর গ্রামবাসীর কায়া
আর আমিনা তার ছায়া।
এখানে গফুর কখনোই মহেশকে মারবে না।
মহেশকে মারতে বসেছেন জমিদার।
আমিনা তার প্রত্যক্ষদর্শী।
শরৎ বাবু তাহলে কে?
অরাজকতার ভিড়ে বেঁচে থাকা এক চিলতে গণতন্ত্র!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/১০/২০২৪দারুণ
-
আলমগীর সরকার লিটন ২৯/০৯/২০২৪শরত বাবু দেবদাস
গণতন্ত্র হুগলি বাঁশ--------- -
কামরুজ্জামান সাদ ২৯/০৯/২০২৪আমাদের গণতন্ত্র পর্দার আড়ালেই বেশি থাকে।
-
ফয়জুল মহী ২৭/০৯/২০২৪Excellent