www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছবি ও বি সমাস

১) ছবি

গত বছর মুক্তি পেয়েছিল যে বাংলা ছবি গুলো:

গার্ডার দিয়ে মার্ডার
শাশুড়ি এমএলএ বৌমা জেলে
গোপাল ভাঁড়ের হাতে রিভলবার
হেলেন থেকে ভিলেন
রাস্কেলের গায়ে মাস্কেল
স্বামী বেকার বৌ হকার

এ বছর কি কি বাংলা ছবি মুক্তি পেল দেখে নেওয়া যাক

ঠেলা গাড়ির ব্যাক গিয়ার
হাতির মুখে হরি নাম
পায়ের নীচে পানা আর মাথার ওপর মহাকাশ
কচ্ছপের কোমরে কবজ
হনুমানের অনুমান
কাকের কবলে কোকিলের কর্ম
প্রেমের আগুনে ফোস্কা
বাচ্চা হওয়ায় সমস্যা

২) বি সমাস

বিশেষ মানে বিয়ের পরে জ্বালা অশেষ। কুটকুট কর্মধারয়।
বিশ্বাস মানে বিয়ের পরে রুদ্ধশ্বাস। শ্বাসকষ্ট সমাস।
বিনয় মানে বিয়ের জন্য অভিনয়। স্বয়ম্বর সমাস।
বিচার মানে বিয়ে করে শিখলে আচার। সভ্য সমাস।
বিবেচনা মানে বিয়ের পরে বেড়িয়ে জগৎ চেনা। ট্রাভেল তর্কালঙ্কার।
বিনুনি মানে বিয়ের অনুষ্ঠানে বকুনি। তিরস্কার তৎপুরুষ।
বিকাশ মানে বিয়ে করে সর্বনাশ। তাণ্ডব তৎপুরুষ।
বিবেক মানে বিয়ের বেদিতে কেক। মিও আমোরে সমাস।
বিমল মানে বিয়ের কেনাকাটায় শপিং মল। শপিং সমাস।
বিপরীত মানে বিয়ের পিঁড়িতে পুরোহিত। অঘটন সমাস।
বিদ্রোহ মানে বিয়ের দ্রব্য দাহ। দহন সমাস।
বিরোধী মানে বিয়ে করলো অপরাধী। কাঠগড়া কর্মধারয়।
বিফল মানে বিয়ে করে পাড়লে ফল। ফলাফল সমাস।
বিধর্মী মানে বিয়ের ধ্বজা ধরলো কর্মী। কর্মফল কর্মধারয়।
বিস্তার মানে বিয়ে করেও নেই নিস্তার। পালাই কোথায় সমাস।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast