সবাই আগে যাবে
রাস্তায় সবাই আগে যাবে
মানুষও---গাড়িও---
আরে গাড়িতো মানুষই চালায়!
যে যার দিকে,
ফলে মুখোমুখি সংঘর্ষ
অথবা পিছন থেকে সজোরে ধাক্কা:
যার গায়ের জোর বেশি,
সে যায় এগিয়ে।
বুদ্ধিমানও হার মানে
রাজারানীর কাছে, পদাধিকারীর কাছে ও ব্যবসাদারের কাছে!
তাই ঝামেলা এড়িয়ে
গলি খুঁজে এগিয়ে যাই সামনে;
প্রয়োজনে ঝামেলা এড়াতে
দু পা পিছিয়েও যাই।
বাঁচার দায়ে সময়ের সাথে এগিয়ে যাওয়া-
আবার বাঁচার দায়েই সময়ের সাথে চরম সতর্কতা।
মানুষও---গাড়িও---
আরে গাড়িতো মানুষই চালায়!
যে যার দিকে,
ফলে মুখোমুখি সংঘর্ষ
অথবা পিছন থেকে সজোরে ধাক্কা:
যার গায়ের জোর বেশি,
সে যায় এগিয়ে।
বুদ্ধিমানও হার মানে
রাজারানীর কাছে, পদাধিকারীর কাছে ও ব্যবসাদারের কাছে!
তাই ঝামেলা এড়িয়ে
গলি খুঁজে এগিয়ে যাই সামনে;
প্রয়োজনে ঝামেলা এড়াতে
দু পা পিছিয়েও যাই।
বাঁচার দায়ে সময়ের সাথে এগিয়ে যাওয়া-
আবার বাঁচার দায়েই সময়ের সাথে চরম সতর্কতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো শাকিল খান ০৫/১০/২০২৪আহা্, অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ২৯/০৯/২০২৪সুন্দর কবি দা
-
ফয়জুল মহী ২২/০৯/২০২৪Excellent
-
রইস উদ্দিন খান আকাশ ২২/০৯/২০২৪অন্যরকম লেখা