তালি ও অন্যান্য
১) তালি
সব কথায় তালি মারেন কেন?
আপনি কি তালেবান?
২) মাথা
স্ত্রী। সকালে উঠে আমার মাথা খারাপ করো না।
স্বামী। এর মানে তোমার মাথা আছে!
স্ত্রী। সকাল থেকে আমার মাথা ঘুরছে।
স্বামী। ক্লকওয়াইজ না কাউন্টারক্লকওয়াইজ?
৩) আলাপ
'ও আমার ভাইয়ের একমাত্র বৌ'।
'বলুন, একমাত্র ভাইয়ের বৌ'।
৪) কানে চাবি
ইয়ার্কি যদি কানে চাবি হয়,
তাহলে ম্যাংগো হোপ কি?
৫) জোড়া
মা, তুমি সব সময় আমাকে জোড়ায় জোড়ায় উপহার দাও-
জামা প্যান্ট থেকে শুরু করে ইস্কুলের ব্যাগ;
পেন্সিল থেকে শুরু করে কেক;
ছাতা থেকে শুরু করে চশমা------
দেখো, বিয়ের সময় এটা করো না যেন!
সব কথায় তালি মারেন কেন?
আপনি কি তালেবান?
২) মাথা
স্ত্রী। সকালে উঠে আমার মাথা খারাপ করো না।
স্বামী। এর মানে তোমার মাথা আছে!
স্ত্রী। সকাল থেকে আমার মাথা ঘুরছে।
স্বামী। ক্লকওয়াইজ না কাউন্টারক্লকওয়াইজ?
৩) আলাপ
'ও আমার ভাইয়ের একমাত্র বৌ'।
'বলুন, একমাত্র ভাইয়ের বৌ'।
৪) কানে চাবি
ইয়ার্কি যদি কানে চাবি হয়,
তাহলে ম্যাংগো হোপ কি?
৫) জোড়া
মা, তুমি সব সময় আমাকে জোড়ায় জোড়ায় উপহার দাও-
জামা প্যান্ট থেকে শুরু করে ইস্কুলের ব্যাগ;
পেন্সিল থেকে শুরু করে কেক;
ছাতা থেকে শুরু করে চশমা------
দেখো, বিয়ের সময় এটা করো না যেন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০২/১২/২০২৪মজা পেলাম।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২১/০৯/২০২৪সুন্দর প্র্রকাশ।