ঘুষ ও অন্যান্য
১) ঘুষ
আগে খারাপ কাজ করতে লোকে ঘুষ নিতো, এখন ভালো কাজ করতে ঘুষ নেয়।
এরপর নিজের কাজ করতেই ঘুষ নেবে!
২) দাঁত
ডাক্তার। রোজ দু বেলা দাঁত মাজবেন, দাঁত ভালো থাকবে।
রোগী। বাঘ সিংহতো কখনো দাঁত মাজে না, ওদের দাঁতে এত জোর হয় কি করে?
৩) সেই বৌদি
সেই বৌদি,
যিনি হাসব্যান্ড-কে হাফপ্যান্ট বলেন;
পাওয়ার কাট হলে বলেন: গেরামে (গ্রামে) কেরেন (কারেন্ট) চলি গেলো;
স্বামীর কাজে ট্রান্সফার হয়েছে বলতে গিয়ে বলেন: ট্রান্সফরমার হয়েছে;
মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে কে বলেন: মানি মানি হিপি রাতের আড্ডা;
তিনি স্বামীর শুভ জম্নদিনে বললেন:
হাফপ্যান্ট, হিপির বাথ ডে অর্থাৎ হাসব্যান্ড, হ্যাপি বার্থ ডে।
৪) বি সমাস
বিলুপ্ত মানে বিয়ে করে হয়ো না গো লুপ্ত। কারাবাস কর্মধারয়।
বিপথ মানে বিয়ের পর হারিয়ো না পথ। পাথেয় সমাস।
বিসর্জন মানে বিয়ের পরে স্বর অর্জন। তর্ক তৎপুরুষ।
বিনিদ্র মানে বিয়ে করে নিতান্ত দারিদ্র। অর্থহীন সমাস।
বিস্তীর্ণ মানে বিয়ে করে হস্তী জীর্ণ। কষ্টকর কর্মধারয়।
বিনাশ মানে বিয়ের পরে সর্বনাশ। তমসা তৎপুরুষ।
আগে খারাপ কাজ করতে লোকে ঘুষ নিতো, এখন ভালো কাজ করতে ঘুষ নেয়।
এরপর নিজের কাজ করতেই ঘুষ নেবে!
২) দাঁত
ডাক্তার। রোজ দু বেলা দাঁত মাজবেন, দাঁত ভালো থাকবে।
রোগী। বাঘ সিংহতো কখনো দাঁত মাজে না, ওদের দাঁতে এত জোর হয় কি করে?
৩) সেই বৌদি
সেই বৌদি,
যিনি হাসব্যান্ড-কে হাফপ্যান্ট বলেন;
পাওয়ার কাট হলে বলেন: গেরামে (গ্রামে) কেরেন (কারেন্ট) চলি গেলো;
স্বামীর কাজে ট্রান্সফার হয়েছে বলতে গিয়ে বলেন: ট্রান্সফরমার হয়েছে;
মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে কে বলেন: মানি মানি হিপি রাতের আড্ডা;
তিনি স্বামীর শুভ জম্নদিনে বললেন:
হাফপ্যান্ট, হিপির বাথ ডে অর্থাৎ হাসব্যান্ড, হ্যাপি বার্থ ডে।
৪) বি সমাস
বিলুপ্ত মানে বিয়ে করে হয়ো না গো লুপ্ত। কারাবাস কর্মধারয়।
বিপথ মানে বিয়ের পর হারিয়ো না পথ। পাথেয় সমাস।
বিসর্জন মানে বিয়ের পরে স্বর অর্জন। তর্ক তৎপুরুষ।
বিনিদ্র মানে বিয়ে করে নিতান্ত দারিদ্র। অর্থহীন সমাস।
বিস্তীর্ণ মানে বিয়ে করে হস্তী জীর্ণ। কষ্টকর কর্মধারয়।
বিনাশ মানে বিয়ের পরে সর্বনাশ। তমসা তৎপুরুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ১৬/০৯/২০২৪যোকস লেখেন জিনিয়াস...
-
উত্তম চক্রবর্তী ১৩/০৯/২০২৪বাহ! সুন্দর ভাবনার প্রতিফলন!