কবিতা লেখা
প্রেম নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের প্রতারণা তাড়া করে বেড়ায়।
প্রকৃতি নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের ধ্বংসলীলা হানা দেয়।
পুজো নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের অস্থিরতা ঠেলা মেরে যায়।
তবে কি নিয়ে লিখি কবিতা?
পথ-
যে পথে সময় ডাকে, আয়!
কবিতা লেখা যায় না-
সময়ের প্রতারণা তাড়া করে বেড়ায়।
প্রকৃতি নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের ধ্বংসলীলা হানা দেয়।
পুজো নিয়ে সবসময়
কবিতা লেখা যায় না-
সময়ের অস্থিরতা ঠেলা মেরে যায়।
তবে কি নিয়ে লিখি কবিতা?
পথ-
যে পথে সময় ডাকে, আয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুয়েল হক ২০/০৯/২০২৪মাশাল্লাহ
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২৪অসাধারণ উপস্থাপন, ভীষণ ভালো লাগলো
-
উত্তম চক্রবর্তী ১৩/০৯/২০২৪দারুণ! সময় শুধু বয়ে নিয়ে যায় সবকিছুই।