নাগরিকত্ব
বন্যায় ভেসে গেছে ঘর।
নিত্য সঙ্গী অনাহার।
সাথে সাপের কামড়।
ভয় নেই কিছুতে।
তবে কি হারাবার ভয় তাড়া করে বেড়ায় পিছুতে?
প্লাস্টিক মোড়া দু টুকরো কাগজ আগলে রেখেছে বুকেতে।
জল নেমে যাবে দুদিন পরে।
পরিচয় হারালে কোন চুলোয় গিয়ে হাল ধরে?
সেনারাও নেমেছে কাগজ উদ্ধারে!
নিত্য সঙ্গী অনাহার।
সাথে সাপের কামড়।
ভয় নেই কিছুতে।
তবে কি হারাবার ভয় তাড়া করে বেড়ায় পিছুতে?
প্লাস্টিক মোড়া দু টুকরো কাগজ আগলে রেখেছে বুকেতে।
জল নেমে যাবে দুদিন পরে।
পরিচয় হারালে কোন চুলোয় গিয়ে হাল ধরে?
সেনারাও নেমেছে কাগজ উদ্ধারে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৬/১২/২০২৪Excellent
-
কে. পাল ০৮/০৯/২০২৪Valo
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০৯/২০২৪সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ০৬/০৯/২০২৪অপূর্ব সুন্দর বহিঃপ্রকাশ