ইলিশ ও অন্যান্য
১) ইলিশ
সুজয়। আমেরিকাতে আমরা রোজ ইলিশ খাই। তোরা দেশে ইলিশ পাস না।
তমাল। সব ইলিশ তো পাচার হয়ে যায়, দেশে কেবল খয়রা পড়ে থাকে।
২) শ্রদ্ধালু
দয়ালু মানে যদি হয়- দয়া করে কেউ আলু খেতে দেয়,
তাহলে শ্রদ্ধালু মানে- শ্রদ্ধা করে কেউ আলু খেতে দেয়।
৩) স্পাউস
স্ত্রী। তখন তুমি আমায় পাউচ বললে কেন গো?
স্বামী। পাউচ নয় ওটা, স্পাউস।
৪) এয়ারটেল
ঠাকুরমা পুজো করে উঠে বললেন: রণে বনে জলে জঙ্গলে------
তার কথা শেষ না হতে হতেই নাতি বলে উঠলো: সব জায়গায় এয়ারটেল-এর টাওয়ার পাবে।
৫) দেশ
সৃজিত দেশকে খুব ভালোবাসে।
এম্বিশন-কে বলে এম্বিনেশন।
প্রমোশন-কে বলে প্রমোনেশন।
ভ্যাকেশন-কে বলে ভ্যাকেনেশন।
আর পেনশন-কে বলে পেননেশন।
৬) পুরানো প্রবাদ
বনগাঁ লোকাল-এ ওঠা আর কোলকাতায় চাকরি পাওয়া এক।
সুজয়। আমেরিকাতে আমরা রোজ ইলিশ খাই। তোরা দেশে ইলিশ পাস না।
তমাল। সব ইলিশ তো পাচার হয়ে যায়, দেশে কেবল খয়রা পড়ে থাকে।
২) শ্রদ্ধালু
দয়ালু মানে যদি হয়- দয়া করে কেউ আলু খেতে দেয়,
তাহলে শ্রদ্ধালু মানে- শ্রদ্ধা করে কেউ আলু খেতে দেয়।
৩) স্পাউস
স্ত্রী। তখন তুমি আমায় পাউচ বললে কেন গো?
স্বামী। পাউচ নয় ওটা, স্পাউস।
৪) এয়ারটেল
ঠাকুরমা পুজো করে উঠে বললেন: রণে বনে জলে জঙ্গলে------
তার কথা শেষ না হতে হতেই নাতি বলে উঠলো: সব জায়গায় এয়ারটেল-এর টাওয়ার পাবে।
৫) দেশ
সৃজিত দেশকে খুব ভালোবাসে।
এম্বিশন-কে বলে এম্বিনেশন।
প্রমোশন-কে বলে প্রমোনেশন।
ভ্যাকেশন-কে বলে ভ্যাকেনেশন।
আর পেনশন-কে বলে পেননেশন।
৬) পুরানো প্রবাদ
বনগাঁ লোকাল-এ ওঠা আর কোলকাতায় চাকরি পাওয়া এক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ১৬/০৯/২০২৪মজাদার
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৮/২০২৪অনন্য! সবক’টি।