ভাগ্য ও অন্যান্য
১) ভাগ্য
পেট ফোলে প্রায় রোজ, তবু ভাগ্য ফুলে ওঠে না।
২) ইলিশ
বাবা। এই এতো বৃষ্টিতে ইলিশ উঠবে প্রচুর।
ছেলে। একটা দুটো তোমার লুঙ্গির ভিতরেও ঢুকবে।
৩) পা তুলে বসা
স্ত্রী। পা তুলে বসো, কাজের লোক ঘর মুছবে।
স্বামী। পা কি মাথার ওপর তুলবো?
স্ত্রী। না না, লুঙ্গি পরে আছো যে!
৪) দেবী দূর্গা
স্ত্রী। আমি একজন নারী, আমার মধ্যে দেবী দূর্গা আছেন।
স্বামী। তাই দেশে এতো মহিষাসুর।
৫) সুসন্তান
মা। আমাকে হাত দেখে বলেছিল সুসন্তান হবে।
মেয়ে। সারাদিন যা তা বলবে, আর মুখ বুজে সহ্য করবে, কোনো প্রতিবাদ করবে না।
পেট ফোলে প্রায় রোজ, তবু ভাগ্য ফুলে ওঠে না।
২) ইলিশ
বাবা। এই এতো বৃষ্টিতে ইলিশ উঠবে প্রচুর।
ছেলে। একটা দুটো তোমার লুঙ্গির ভিতরেও ঢুকবে।
৩) পা তুলে বসা
স্ত্রী। পা তুলে বসো, কাজের লোক ঘর মুছবে।
স্বামী। পা কি মাথার ওপর তুলবো?
স্ত্রী। না না, লুঙ্গি পরে আছো যে!
৪) দেবী দূর্গা
স্ত্রী। আমি একজন নারী, আমার মধ্যে দেবী দূর্গা আছেন।
স্বামী। তাই দেশে এতো মহিষাসুর।
৫) সুসন্তান
মা। আমাকে হাত দেখে বলেছিল সুসন্তান হবে।
মেয়ে। সারাদিন যা তা বলবে, আর মুখ বুজে সহ্য করবে, কোনো প্রতিবাদ করবে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ১৬/০৯/২০২৪বেশ
-
আলমগীর সরকার লিটন ২৭/০৮/২০২৪বেশ মজার কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৮/২০২৪বেশ কৌতুক।